ময়মনসিংহে যৌথ অভিযানে মাদক সম্রাজ্ঞী সুরমা বেগম আটক

মো:আলমগীর হোসেন বিশেধস প্রতিনিধি ময়মনসিংহ।

গতকাল ১ ডিসেম্বর রাত ১১:৫৫ থেকে ২ ডিসেম্বর ভোর ৩:০০ পর্যন্ত ময়মনসিংহের পাটগুদাম এলাকায় হাজী কাসেম কলেজের পেছনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণে যৌথ বাহিনী কর্তৃক অভিযান পরিচালিত হয়। অভিযানে ডিবি, পুলিশ, র‍্যাব এবং সেনাবাহিনীর সদস্যরা অংশ নেন।

এ অভিযানে এলাকার কুখ্যাত মাদক ব্যবসায়ী সুরমা বেগম (৩৮)-কে আটক করা হয়। তিনি ময়মনসিংহে “ড্রাগ কুইন” নামে পরিচিত এবং একাধিক মাদক মামলায় অভিযুক্ত। তার বিরুদ্ধে ১০টিরও বেশি সক্রিয় মাদক মামলা রয়েছে। অভিযানকালে তিনি ১ কেজি গাঁজা বিক্রির সময় হাতেনাতে ধরা পড়েন।

অভিযানে আরও ১২ জন সম্ভাব্য মাদক সেবনকারী ও স্থানীয় ছিনতাইকারীকে আটক করা হয়েছে। অভিযানের সময় উদ্ধার করা হয় ১ কেজি গাঁজা, ১৬টি দেশীয় অস্ত্র এবং মাদক সেবনের সরঞ্জাম।

সেই সাথে ময়মনসিংহ কোতোয়ালি থানা পুলিশ বিভিন্ন অপরাধে আরো চারজনকে আটক করে,,,,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *