প্রতিনিধি শ্রীপুর (গাজীপুর):
জুলাই গণহত্যার দ্রুত বিচার, বিতর্কিত উপদেষ্টাদের পদত্যাগ এবং অভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের স্থায়ী অর্থনৈতিক সহায়তা নিশ্চিত করার দাবীতে গাজীপুরের শ্রীপুরে বৈষম্য বিরোধী ছাত্র জনতা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অন্যতম ছাত্রপ্রতিনিধি শিশির খানের সভাপতিত্বে কবি আবু রায়হান মিসবাহ এর সঞ্চালনায় মঙ্গলবার (১২ ই নভেম্বর) সন্ধ্যায় উপজেলার মাওনা চৌরাস্তা উড়াল সড়কের নিচে আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে বৈষম্য বিরোধী ছাত্রনেতা সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রী ও সাধারণ জনতা অংশগ্রহণ করে।
অনুষ্ঠানে ক্ষোভ জানিয়ে বক্তব্যে আবু রায়হান মিসবাহ বলেন, ফ্যাসিবাদ বিরোধী ছাত্র জনতার আন্দোলনে গঠিত হওয়া অন্তর্বর্তীকালীন সরকারে ফ্যাসিস্ট দোসর ও অশ্লীলতা ও সমকামী প্রমোট করা ব্যক্তিদের স্থান দেয়া সত্যিই দুঃখজনক। এসময় জুলাই গণহত্যাকারীদের গ্রেফতারে সরকারের অবহেলা ও শহীদ এবং আহতদের এখন পর্যন্ত যথোপযুক্ত অর্থনৈতিক সহায়তা নিশ্চিত করতে না পারার বিষয়ে মানববন্ধনে উপস্থিত ছাত্র জনতা ক্ষোভ প্রকাশ করেন।
Leave a Reply