রাসেদ বিল্লাহ চিশতীঃ
(নোয়াখালী থেকে) নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর এলাকায় যৌথ বাহিনী অভিযানে তিন অস্ত্রধারী গ্রেফতার হয়েছে।
যৌথ বাহিনীর অভিযান পরিচালনার সময় গ্রেফতারকৃতদের সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে তাদের তল্লাশি করা হয়।
অভিযানে তাদের কাছ থেকে একটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে যৌথ বাহিনীর পক্ষ থেকে জানানো হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে বসুরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের শহীদ উল্যাহর ছেলে মো. তসলিম উদ্দিন সায়মন (২২), একই ওয়ার্ডের আবুল কাশেমের ছেলে আবুল হাসনাত মাহমুদ (২০), এবং পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের মো. শরীফের ছেলে মো. সাগর (২৩) রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, আটককৃতদের বিরুদ্ধে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডের বিস্তর অভিযোগ ছিল।
যৌথ বাহিনীর এক কর্মকর্তা জানান, “আটককৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে। এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।” উল্লেখ্য, সম্প্রতি কোম্পানীগঞ্জ উপজেলায় সন্ত্রাসী কার্যকলাপ ও অপরাধমূলক কর্মকাণ্ড বেড়ে যাওয়ায় যৌথ বাহিনী নিয়মিত অভিযান চালাচ্ছে।