today visitors: 5073432

মাধবপুরে বিজিবি অভিযানে সাবেক ওসি মঈন উদ্দিন গ্রেফতার!

স্বপন রবি দাস,হবিগঞ্জ জেলা প্রতিনিধি:

সিলেট কোতোয়ালি মডেল থানার সাবেক ওসি মঈন উদ্দিন শিপনকে (৪৩) গ্রেপ্তার করেছে বিজিবি ট্রাস্কফোর্স।

সোমবার (২৩ সেপ্টেম্বর) ভোরে হবিগঞ্জের মাধবপুরের গোপীনাথপুর এলাকায় নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

মাধবপুর থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক মু. সাদরুল হাসান খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বিজিবি সদস্যরা পুলিশ পরিদর্শক মঈন উদ্দিনকে ভোর রাতে আটকের পর থানায় হস্তান্তর করেছেন।

মাধবপুর উপজেলার গোপীনাথপুর মাস্টার বাড়ীতে মঈন উদ্দিনের বাড়িতে অবৈধ অস্ত্রের মজুদ রয়েছে- খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে অভিযান চালান ৫৫ বিজিবির সহকারী পরিচালক মো. ইয়ার হোসেন।

অভিযানকালে কোনো অস্ত্র পাওয়া যায়নি।
তবে মঈন উদ্দিনকে গ্রেপ্তার করা হয়।

জানা যায়, গ্রেপ্তারকৃত মঈন উদ্দিন সিলেটে ছাত্র জনতার আন্দোলন চলাকালে সাংবাদিক এটিএম তুরাব হত্যা মামলার এজাহারভুক্ত আসামি।

গত ১৯ জুলাই নগরের প্রাণকেন্দ্র কোর্ট পয়েন্টে পুলিশের সদস্যরা সাংবাদিক এটিএম তুরাবকে সরাসরি গুলিবর্ষণ করেন। এ হত্যাকাণ্ডে এসএমপির কোতোয়ালি থানায় দায়ের হওয়া মামলার এজাহারভুক্ত আসামি মঈন উদ্দিন। তিনি মাধবপুরের গোপীনাথপুরের ইমাম উদ্দিনের ছেলে।

সিলেট মহানগর পুলিশের এয়ারপোর্ট ও কোতোয়ালি থানার ওসির দায়িত্ব পালনকালে মঈন উদ্দিন চিনি চোরাচালানে সম্পৃক্ত থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নেন বলে অভিযোগ রয়েছে।

গণঅভ্যুত্থানের পর থেকে ওসি মঈন উদ্দিন সিলেট থেকে পালিয়ে আত্মগোপনে চলে যান। তার বিরুদ্ধে বহু অভিযোগ রয়েছে জানা যায়।