today visitors: 5073432

রাস্তার উপর বিল্ডিং নির্মাণ করাতে এলাকাবাসী অভিযোগ…

তথ্য চিত্রে মোহাম্মদ রোমান ইসলাম…

বরাবর, সহকারী কমিশনার (ভূমি), উপজেলাঃ কিশোরগঞ্জ, জেলাঃ নীলফামারী। বিষয়ঃ সরকারী রেকর্ডেড রাস্তার সীমানা ঠেলিয়া বাড়ীর ইমারতের ভিত্তি দেওয়া প্রসঙ্গে লিখিত অভিযোগ। তাং- জনাব. যথাবিহীত সম্মান প্রর্দশন পূর্বক বিনীত নিবেদন এই যে, আমরা নিম্ন স্বাক্ষরকারী বড়ডুমরিয়া কাছারী পাড়ার বাসিন্দাগন এই মর্মে লিখিত অভিযোগ করিতেছি যে, বড়ভিটা কিশোরগঞ্জ পাকা রাস্তা হইতে রফিকুল ইসলাম মাষ্টারের ছাদ পিঠা বিল্ডিং বাড়ী পার্শ্ব দিয়া বড়ডুমরিয়া কাছারী পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত কাঁচা রাস্তাটি একটি সরকারী রেকর্ডেড রাস্তা। উক্ত বাস্তা দিয়া শতাধিক বছর হইতে স্থানীয় লোকজন সহ বিভিন্ন এলাকার লোকজন তথা মাইক্রোবাস, কার ট্রলি, অটোবাইক, অটো ভ্যান, অটো রিক্সা সহ বিভিন্ন যানবাহন চলাচল করিয়া আসিতেছে। বিশেষ করে অত্র রাস্তা দিয়ে বড়ডুমরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় যাতায়াতের মূল রাস্তা এবং এই স্কুলে নির্বাচনী এলাকার ০৫নং ওয়ার্ডের ভোট কেন্দ্র স্কুল। কিন্তু বিবাদী মোঃ একরামুল, পিতাঃ মৃত আব্দুল করিম, সাং- বড়ডুমরিয়া, থানাঃ কিশোরগঞ্জ জেলাঃ নীলফামারী। তিনি তাহার গায়ের জোড়ে এবং পেশী শক্তির বলে পাকাবাড়ী, গোডাউন এবং চাতাল করার লক্ষে ভিত্তি দিতে গিয়া উক্ত রাস্তাটির একোয়ার ঠেলিয়া তাহার নিজ দখলে লইয়া ইমারতের ভিত্তি দিয়া সরকারী রেকের্ডড রাস্তাটি প্রায় অনুমান ১০ লিং রাস্তা তাহার সীমানায় লইয়া প্রতিবন্ধকতার সৃষ্টি করিয়ায়ে। ফলে এলাকাবাসী সহ বিভিন্ন এলাকার মানুষের যানবাহন ও যাতায়াতের দারুন প্রতিবন্ধতা ও ভোগান্তি শুরু হইয়াছে, যাহা অতীব কষ্ট সাধ্য ব্যাপার। উক্ত ব্যপারে বিবাদীকে জিজ্ঞাসাবাদ করিলে বিবাদী এই মর্মে হুমকী ও শাসাশাসি করে যে” আমার বিরুদ্ধে যাহা করার আছে করিতে পার” বিবাদীর উক্তরূপ গায়ের জোড় ও পেশী শক্তি এবং হুমকী ও শাসাশাসির কারনে মহোদয় সমীপে অত্র অভিযোগ করিলাম। বিধায়, প্রার্থনা বিষয়টি সরে জমিনে তদন্ত পূর্বক বিবাদীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করিতে জনাবের মর্জি হয়। অনুলিপিঃ ১। উপজেলা নির্বাহী অফিসার, কিশোরগঞ্জ, নীলফামারী। ২। অফিসার ইনচার্জ, কিশোরগঞ্জ থানা, নীলফামারী। ১। নমঃ খুলি খুল বল হে মোজাহার স্বাক্ষর ২) মোজাহার আলী চলমান পাতা- ১/২ ১৮মদ বুল খুল কা এলাকাবাসীর পক্ষে নিবেদক (মোঃ মিজানুর রহমান) পিতাঃ মোঃ আজিজার রহমান সাং- বড়ডুমরিয়া, থানাঃ কিশোরগঞ্জ, জেলাঃ নীলফামারী। মোবাইল নং-০১৭৫৫১১০৩৩৬।