বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি -রপ্তানী কুমিটির আহবায়ক নিযুক্ত হয় মোঃ রেজাউল করিম শাহিন।

 

তেঁতুলিয়া পঞ্চগড় প্রতিনিধি, মেহেদী হাসান মিরাজ।

বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি-রপ্তানীকারক গ্রুপের সাধারণ সভা অনুষ্ঠিত হয়। (৩১ আগস্ট ২০২৪ রোজ শনিবার)

সভায় আগের কমিটির মেয়াদ শেষ হওয়াতে সেই কমিটি বিলুপ্ত ঘোষণা করেন পুরাতন কমিটির কোষাধ্যক্ষ মো: মোজ্জাফর হোসেন সেসময় উপস্থিত ছিলেন পুরাতন কমিটি অনেকে।এবং সভায় সকল ব্যবসায়ীর সম্মতিক্রমে নতুন একটি আহবায়ক কমিটি গঠন হয়। আহবায়ক হিসাবে জনাব মো: রেজাউল করিম শাহিন কে আহবায়ক করে ১৩ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন হয়।
সদস্য -মো:রাশেদ আলী সরকার)
সদস্য -মো:আবুল কালাম আজাদ)
সদস্য -মো:আব্দুল আল মামুন)
সদস্য -মো:মতালেব)
সদস্য -মো:সোহেল রানা মানিক (প্রধান)
সদস্য -মো:হারুনুর রশিদ বাবু)
সদস্য -মো:মোজাফফর হোসেন)
সদস্য :অ্যাডভোকেট আহসান হাবিব সরকার)
সদস্য -মো:ইদ্রিস আলী)
সদস্য -মো:আব্দুল লথিব
সদস্য -মো:আনসার আলী

আহবায়ক হিসাবে রেজাউল করিম শাহিন বলেন, বাংলাদেশের অপার সম্ভাবনার স্থলবন্দর হচ্ছে বাংলাবান্ধা ল্যান্ড পোর্ট।
এ স্থলবন্দরে ব্যবসায়ীদের স্বার্থে দলমত নির্বিশেষে সকলে মিলে একটি সুন্দর ব্যবসায়িক পরিবেশ গঠন তার মূল লক্ষ্য। এবং সরকারি রাজস্ব আদায়ে সর্বাত্মক সহযোগিতা করবেন।

সভায় বাংলাবান্ধা স্থলবন্দরের সকল ব্যবসায়ী, সি এন্ড এফ এজেন্ট সহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।