শ্রীপুরেও কাজে ফিরেছে ট্রাফিক পুলিশ, সহযোগিতায় ছাত্র-জনতা

উপজেলা প্রতিনিধি

ঢাকার অদূরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে ট্রাফিক পুলিশ না থাকায় গত দু সপ্তাহ ধরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সড়কে যানজট নিরসনে কাজ করে যাচ্ছে। সড়কে যানজট নিরসনে শিক্ষার্থীদের এই উদ্যোগ জনসাধারণের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে এবং প্রশংসায় ভাসছে শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের দেয়া দিকনির্দেশনা যানবাহনের ড্রাইভাররা মেনে চলছে।

গতকাল থেকে মাওনা হাইওয়ে সড়কে ফিরেছে ট্রাফিক পুলিশের সদস্যরা। শুক্রবার (১৭ই আগস্ট) দুপুরে মাওনা চৌরাস্তায় দেখা যায় ট্রাফিক পুলিশের কার্যক্রম। এর আগে সকালে থানা ও ট্রাফিক পুলিশকে শুভেচ্ছা জানান শিক্ষার্থীরা। এছাড়া শিক্ষার্থীদের পক্ষ থেকে দেওয়া হচ্ছে সহযোগিতার আশ্বাস। পরিষ্কার ও সংস্কার করে দেওয়া হয়েছে পুড়ে যাওয়া একটি ট্রাফিক বক্স। মহাসড়কে ট্রাফিক পুলিশের পাশাপাশি আনসার সদস্যদের ট্রাফিক নিয়ন্ত্রণে দেখা গেছে।

সড়কে চলাচলরত যানবাহন চালক ও স্থানীয়রা জানায়, ট্রাফিক পুলিশ সদস্যরা সড়কে ফেরায় স্বস্তি ফিরেছে তাঁদের মধ্যে। তবে সাধারণ মানুষের কাছে পুলিশের আস্থা যত তাড়াতাড়ি ফিরবে, তত তাড়াতাড়ি সবার জন্য মঙ্গল বয়ে আনবে। এর আগে ট্রাফিক পুলিশ না থাকায় শিক্ষার্থীরা যেভাবে সড়কে ট্রাফিকের ভূমিকা পালন করেছে, সেটাও অনেক ভালো উদ্যোগ ছিল। হানা-হানি ও সহিংসতা নয়, দেশে শান্তি চান বলেও জানান তারা।

মাওনা চৌরাস্তা ফ্লাইওভার পরিষ্কার পরিচ্ছন্ন করা, দৃষ্টিনন্দন চিত্রাঙ্কনের পাশাপাশি ট্রাফিক পুলিশের দায়িত্ব পরিচালনার সার্বিক তত্বাবধানে ছিল রিফাত মাহমুদ, কবি আবু রায়হান মিসবাহ, শিশির আহমেদ, জুয়েল রানা , শাহজাহান বাদশা, মেহেদি, সিয়াম, তানভীর খান, সামিয়া সহ আরও অনেকেই। এ বিষয়ে রিফাত মাহমুদ বলেন, শুরু থেকেই বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী সহ সর্বস্তরের অংশগ্রহণে আমাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছি, সামনের দিনগুলোতেও কার্যক্রম অব্যাহত থাকবে।

শ্রীপুর থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম বলেন, আমরা শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞ। আমাদের অনুপস্থিতিতে ব্যস্ততম মহাসড়কটি শৃঙ্খলার দায়িত্ব পালন করছে। এছাড়া ক্ষতিগ্রস্ত বক্সটি সংস্কারের পাশাপাশি পরিষ্কার করে আমাদের আপাতত কার্যক্রম শুরু করা হয়েছে।

উল্লেখ্য সম্প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের সাথে ছাত্রদের সংঘর্ষের ঘটনায় পুলিশ তাদের কর্তব্য পালনে বিরত থাকে। এই সময়টাতে পুলিশের অনুপস্থিতিতে সড়কে শৃঙ্খলা ফেরাতে মাওনা চৌরাস্তা সহ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মাওনা চৌরাস্তা ফ্লাইওভার পরিষ্কার পরিচ্ছন্ন, দৃষ্টিনন্দন চিত্রাঙ্কনের পাশাপাশি ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করে আসছে।