নিজস্ব প্রতিবেদক
০১) ১০ অক্টোবর জেলা-মহানগর কতৃক মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ, মাধ্যম স্ব-স্ব জেলা প্রশাসক এবং অফিক কতৃক গৃহীত কপি সংরক্ষণ ও কেন্দ্রে প্রেরণ। প্রত্যেক কেন্দ্রীয় নেতা নিজ জেলাসহ বিভাগীয় জেলামূহ তদারকি করবেন।
০২) আগামী ১১ অক্টোবর বিকাল ০৪ টায় কেন্দ্রীয় জরুরী সভা।
০৩) ১৫ অক্টোবর এর মধ্যে কেন্দ্রীয় সদস্যদের মাসিক ৫০০ টাকা হারে চাঁদা গত অর্থ বছরের বকেয়া প্রদানসহ হালনাগাদ করণ।
২৫-২৬-২৭ অক্টোবর শাহবাগ লাগাতার কর্মসূচিঃ
০৪) ২৫ অক্টোবর ২০২৩ শাহবাগ, ১৯৭০ এর পাকিস্তান জাতীয় পরিষদ নির্বাচনে সংখ্যাগরিষ্ট দলীয় সদস্যদের নামের তালিকা ও বাংলাদেশের প্রথম সরকার গঠনকারীদের নাম এবং নির্বাচনে অংশগ্রহণকারী দলসমূহের নামের তালিকা ও প্রেরিত ভোটের চিত্র প্রকাশ,
★১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধকালীন সময়ে মার্কিন ষড়যন্ত্রের চিত্র প্রকাশ,
★১৯৭২-১৯৭৫ অব্যহত ষড়যন্ত্র ও বঙ্গবন্ধু হত্যায় মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততার চিত্র প্রকাশ।
০৫) ২৬ অক্টোবর মাননীয় প্রধানমন্ত্রীর কার্য্যালয়ে কেন্দ্রীয় কমিটি ও জেলা – উপজেলা প্রতিনিধিদের নিয়ে স্মারকলিপি পেশ বেলা – ১১ টা।
০৬) ২৭ অক্টোবর বেলা ০৩ টা বাংলাদেশ সুরক্ষা সমাবেশ। বীর মুক্তিযোদ্ধা, সন্তান-প্রজন্ম, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সর্বসাধারণ, রাজনৈতিক – সামাজিক – সাংস্কৃতিক, পেশাজিবী সংগঠনের নেতৃবৃন্দসহ শিক্ষক – সাংবাদিক – সাহিত্যিক – ছাত্র – অভিভাবকবৃন্দ আমন্ত্রিত।
Leave a Reply