today visitors: 5073432

এস এম আজিজুল হক আজিজের লেখা “শহীদ আবু সাঈদ”

কোটার আন্দোলন চলছে যখন
দেশের অবস্থা ভয়াবহ তখন,
অধিকারের দাবিতে রাস্তায় নামল যখন 
বাকসালি পুলিশরা গুলি বর্ষন করছে তখন। 

বুক ভরা সাহস নিয়ে একাই অগ্রসর হয়েছ
সত্যি তুমি দেশের জন্যও বীরের নজীর গড়লে,
বুক টান করে মাথা উঁচু করে দুহাত মেলে
যেইনা তুমি বীরের বেশে জেগে উঠলে।

পুলিশ নামের কুলাংগার বুলেট ছুড়ে বুকে
যেন রাজপথের পলাশ হয়ে ফুটলো
বুলেট এর রক্ত নিয়ে রাজপথেই ঝুকে
জীবন দিয়ে প্রমান করলে,বীর সন্তান তুমি। 

দ্রোহের খেলা খেললে
সৈয়রাচারির চোখে মুখে 
আতংকের ছাপ ফেললে,
বীর পালুয়ান সাইদ তুমি 
জাতির স্মরণে তুমি থাকবে,
কালের ইতিহাস তোমাকে 
অমর হিসেবে মনে রাখবে।