today visitors: 5073432

আমতলীতে বন্যা জলোচ্ছ্বাস থেকে রক্ষার বেড়ি বাধ কেটে দিয়েছে ইউপি সদস্য, ঝুকিতে ২ শতাধিক পরিবার

মাসুম বিল্লাহ বরগুনা প্রতিনিধিঃ

বরগুনার আমতলীতে বন্যা জলোচ্ছ্বাস থেকে রক্ষার জন্য নির্মিত পানি উন্নয়ন বোর্ডের বেঁড়ি বাধ কেটে দিয়েছে সাবেক ইউপি সদস্য, চরম ঝুকির মধ্যে পড়েছে ২ শতাধিক পরিবার। শুক্রবার (২ আগষ্ট) সকালে উপজেলার হলদিয়া ইউনিয়নের উত্তর রাওঘা গ্রামে এ ঘটনা ঘটে।

জানাগেছে হলদিয়া ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মোঃ সিদ্দিকুর রহমানের নেতৃত্বে ২০/২৫ জন লোক শুক্রবার সকাল থেকে বেঁড়িবাধ কাটা শুরু করে ১ টার সময় শেষ করেন।

স্থানীয় ইউছুফ প্যাদা বলেন, সিদ্দিক মেম্বর গায়ের জোরে আমার বাড়ীর পাশে দিয়ে সরকারী বেঁড়িবাধ কেটে দিয়েছে। আমার বাড়িঘর, মুরগির খামার জোয়ারের পানিতে তলিয়ে গেছে। এই বাঁধ কাটায় উত্তর রাওঘার ২ শতাধিক পরিবার নদীর জেয়ারের পানি ও জলোচ্ছ্বাসে তলিয়ে যাবে। আমাদের বাচার কোন উপায় থাকবেনা।

ইউছুফ প্যাদা আরো বলেন বাঁধ কাটতে বাঁধা দেওয়ায় সিদ্দিক মেম্বর আমাকে ও আমার পরিবারের সদস্যদের বিভিন্ন ভাবে হুমকি দামকি দিচ্ছে। আমি ও আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি।

সাবেক ইউপি সদস্য সিদ্দিকুর রহমান বলেন বর্ষায় আমাদের বীজতলা তলিয়ে গেছে তাই বেড়ি বাধ কেটে দিয়েছি।

বর্তমান ইউপি সদস্য মো. মতিয়ার রহমান বলেন, যে কেউ ইচ্ছা করলেই সরকারী এই বেঁড়িবাধ কাটতে পারেনা। আমি বিষয়টি পানি উন্নয়ন বোর্ডকে জানিয়েছি।

পানি উন্নয়ন বোর্ডের উপ- সহকারী প্রকৌশলী মো.নাজমুল হাসান বলেন সরেজমিন তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

হলদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আসাদুজ্জামান মিন্টু মল্লিক বলেন, সরকারী বেঁড়িবাধ সরকারের অনুমতি ব্যতিত কেহ কাটতে পারেনা। কেহ বেঁড়িবাধ কাটলে তা অবৈধভাবে কাটছে। এতে ওই গ্রামের শতশত মানুষ বন্যা জলোচ্ছ্বাসে ঝুঁকির মধ্যে পড়ে যাবে।

আমতলী উপজেলার সহকারী কমিশনার ভুমি তারেক হাসান বলেন, সরকারী বেঁড়ি বাধ কেউ কাটলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।