ওমর ফারুক খান লালপুর(নাটোর)প্রতিনিধি:
নাটোরের লালপুরে পদ্মানদীতে গোসল করতে নেমে ৩ শিশু নিখোঁজ হয়েছেন। তাদের উদ্ধারে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা যৌথ উদ্ধার তৎপরতা চলছে।
বুধবার (১৭জুলাই) দুপুর সোয়া ২ টার দিকে উপজেলার রামকৃষ্ণপুর এলাকায় এঘটনা ঘটে। নিখোঁজ শিশুরা হলেন, উপজেলার মহেশপুর সরকারপাড়া গ্রামের কালাম সর্দারের দুই ছেলে
দিপু (১২) ও অপু (১০), একই এলাকার স্বপনের ছেলে জয় (১০)।
বিষয়টি নিশ্চিত করে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহম্মেদ বলেন, দুপুরে চার শিশু একসাথে পদ্মানদীতে গোসল করতে নামে। এদের মধ্যে খালিদ নামে এক শিশু উঠে আসতে পেরেছে, বাকি ৩ শিশু নদীতে তলিয়ে যায়। পরে শিশুর চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে আসে। পরে খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় পুলিশ, ফায়ার সার্ভিস যৌথ ভাবে উদ্ধার অভিযান চালাচ্ছে। এছাড়া রাজশাহী থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে দুজন কে উদ্ধার করতে পেরেছে।আরো একজনকে উদ্ধারের চেষ্টা চলমান আছে।
ওমর ফারুক খান
লালপুর নাটোর প্রতিনিধি
০১৭৬১৯৪৯৫২৬
১৭/০৭/২৪,