today visitors: 5073432

বাকেরগঞ্জে বিএমএসএফের যুগপূর্তি উদযাপন

 

মোঃ মামুন খান বরিশাল প্রতিনিধি

বরিশাল বাকেরগঞ্জ উপজেলায় বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) এর ১২বছর পূর্তি ও ১৩ বছরে পদার্পণ উদযাপন করা হয়েছে।

সোমবার (১৫ জুলাই) রাত ৮ টায় উপজেলার চৌমাথা সানমুন হোটেল এন্ড রেস্টুরেন্টে আলোচনা সভা, ও কেক কাটার মাধ্যমে সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানের সঞ্চালনা করেন বাকেরগঞ্জ উপজেলার শাখার বিএমএসএফের সাধারণ সম্পাদক ও বাংলা টিভির উপজেলা প্রতিনিধি এস এম পলাশ। আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিনিয়র সাংবাদিক কাওসার আহম্মেত ক্ষৌণিশ। প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের আয়োজন করেন বিএমএসএফ বাকেরগঞ্জ উপজেলা শাখার সভাপতি ও জাতীয় দৈনিক জনকণ্ঠ পত্রিকার নিজস্ব সংবাদদাতা মো: জিয়াউল হক আকন।

এ সময়ের আরো উপস্থিত থাকেন বিএমএসএফ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মুহা. সফিক খান (দৈনিক দক্ষিণের ক্রাইম) সিনিয়র সহ-সভাপতি মোঃ বশির আহম্মেদ (জাতীয় দৈনিক আমাদের সময়)
যুগ্ম সাধারনণ সম্পাদক মোঃ জহিরুল হক আকন (এশিয়ান টেলিভিশন ডিজিটাল বরিশাল জেলা প্রতিনিধ ), সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোঃ কামাল মৃধা (বাংলাদেশ বাণী), তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোঃ নজরুল ইসলাম আলিম (আমার সংগ্রাম), অর্থ সম্পাদক মোঃ আসাদুজ্জামান রাকিব (জাতীয় দৈনিক জবাবদিহি ), স্বাস্থ্য সম্পাদক মোঃ সোহেল (জাতীয় দৈনিক সংবাদ দিগন্ত ), নির্বাহী সদস্য মোঃ বায়েজিদ বাপ্পি (আনন্দ টিভি) আরো উপস্থিত থাকেন সাংবাদিক মো:মিজানুর রহমান (বৈশাখী টেলিভিশন) সাংবাদিক মাইনুল ইসলাম (দৈনিক সকালের সময়) সাংবাদিক সোহেল রানা (কলমের কন্ঠ) সাংবাদিক শাকওয়াত হোসেন (মোহনা টেলিভিশন) সাংবাদিক জাহিদুল ইসলাম( ভোরের ডাক) সাংবাদিক আশিকুর রহমান (বরিশালের ভোরের আলো) সাংবাদিক মো: সানি (দৈনিক সত্য সংবাদ) সাংবাদিক অলিউল্লা (বরিশাল বানী) এ সময় জেলা উপজেলায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এসময় বক্তরা, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) এর ১২বছর পূর্তি ও ১৩ বছরে পদার্পণ এর এই শুভক্ষণে সংগঠনটির উত্তরোত্তল সাফল্য কামনা করেন। এছাড়াও বক্তারা পেশাদার সাংবাদিকদের তালিকা প্রণয়ন, ওয়েজবোর্ড বাস্তবায়ন, পাঠ্যপুস্তকে সাংবাদিকতার বিষয়ে অধ্যায়ন বাধ্যতামূলক করা, সাংবাদিক নির্যাতন বন্ধে যুগপোযোগী পৃথক আইন প্রণয়ন ও সরকারীভাবে মফস্বল সাংবাদিকদের ভাতা প্রদানসহ ১৪ দফা দাবি বাস্তবায়নে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ করেন।