জাবির আহম্মেদ জিহাদ
জামালপুরের ইসলামপুরে ঢাকাস্থ ইসলামপুর উপজেলা ছাত্রকল্যাণ পরিষদের উদ্যোগে এসএসসি/দাখিল সমমান পরীক্ষা ২০২৪-এ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে প্রসংসাপত্র ,টি-শার্ট, ক্রেস ও সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শুক্রবার (১২ জুলাই) বিকাল ৩ টায় ফরিদুল হক খান অডিটোরিয়ামে ধর্মমন্ত্রী আলহাজ্ব ফরিদুল হক খান দুলাল এমপির উপস্থিতিতে এইচ.আর খান ফাউন্ডেশসের সহযোগিতায় সংবর্ধনাটি শুরু হয়।
অনুষ্ঠানটি গোলাম রব্বানী জনি এবং আলী হোসাইনের তত্বাবধানে সন্ধ্যার দিকে সম্পন্ন হয়।এতে দেশ ও রাষ্ট্রের অগ্রগতির জন্য মেধাবীদেরকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। শিক্ষার্থীদের উদ্দশ্যে বলেন, আমরা মেধাবী শিক্ষার্থীদেরকে আগামী দিনের যোগ্য নাগরিক হিসেবে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্য সংবর্ধনার মাধ্যমে উৎসাহ প্রদান করে করছি। শিক্ষার্থীদের সঠিক দিকনির্দেশনা ও পরিচর্যা করতে পারলে তারা শুধু দেশ নয় আন্তর্জাতিক অঙ্গনেও দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে সক্ষম হবে।বক্তারা শিক্ষার পাশাপাশি ধর্মীয় নৈতিক শিক্ষার উপর জোর দিতে বলেন।
অনুষ্ঠানে চিনাডুলী সালেহেন্নেসা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মুজাহিদুল ইসলাম বিজয়,ইসলামপুর উপজেলা চেয়ারম্যান এড. আ: সালাম, উপজেলা নির্বাহি অফিসার মো: সিরাজুল ইসলাম, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মোস্তফা আল মাহমুদ,বিমানবন্দর থানা আওয়ামীলীগের সাবেক সভিপতি শাহ-জাহান আলী মন্ডল, জনাব মো: শফিউর রহমান, জনাব মো: উসমান গণী, জনাব মো: কামরুজ্জামান, সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠানে শিক্ষার্থী এবং তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন। তারা ছাত্রকল্যাণ পরিষদের কার্যক্রম অব্যাহত রাখার জন্য মত ব্যক্ত করেন। সবশেষে প্রত্যেক শিক্ষার্থীকে ক্রেস্ট, সনদ ও গিফট প্যাক উপহারের মাধ্যমে অনুষ্ঠানটির পরিসমাপ্তি ঘটে।