মো রফিকুল ইসলাম সেলিম।
নকলা বানেশ্বরদী ইউনিয়নে পোলাদেশী গ্রামে, মুজিব শত বর্ষ উপলক্ষে , মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার.আশ্রয়ন প্রকল্পে চৌকিদার আহালুর ঘরে লুটতারাজ ও ঘর বিক্রি করার অভিযোগ উঠেছে। আশ্রয়ন প্রকল্প। বেচা কেনার সমাহার । স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মী ক্ষমতার ধাপটে আশ্রয়ন প্রকল্পের ঘরগুলো একের পর এক বেচাকেনা করিয়া আসিতেছে। প্রতিঘড় ২০,০০০/=হাজার ৫০,০০০/= হাজার ৩০,০০০/= হাজার ৬০,০০০/=হাজার টাকা মূল্যে বিক্রি করা হয়। কিনে নিলেও শান্তিমত থাকতে পারে না অত্যাচারের প্রেক্ষাপটে চলে যেতে বাধ্য হয়। পুনরায় আবার কেনাবেচা হয়। এভাবে চলছে আশ্রয়ন প্রকল্পের ব্যবসা । বানেশ্বরদী ইউনিয়ন পরিষদের সাবেক গ্রাম পুলিশ ( চকিদার) আহালু মিয়ার ঘর অন্যত্র বিক্রি করিয়া,দখল বুঝাইয়া দেয়, ঘরের রক্ষিত অনুমান ৬০,০০০/- টাকার বিভিন্ন মালামাল লুটতারাজ করিয়া নেয়, এলাকার ক্ষমতাশালী দূর্বৃত্তরা । গৃহহীন ভুক্তভোগী আহালু চকিদার বিচারের দাবিতে দ্বারে দ্বার ঘুরছে। এই বিষয়ে স্থানীয় চেয়ারম্যান সাহেবকে জিজ্ঞাসাবাদ করলে সে ঘটনার বিষয় জানে না বলে অস্বীকার করে ।অনুসন্ধানে জানা যায় যে অনেকে টাকা দিয়েও ঘর পায় না। টাকা খোয়া যায়। ইহাতেও শেষ নয়। ০৫ (পাঁচ) বছরের মাটিকাটা কর্মসূচির চাকরির কথা বলে গরিব দুঃখী মহিলাদের কাছ থেকেও হাতিয়ে নিয়েছে হাজার হাজার টাকা । এই বিষয়ে এলাকার কতিপয় লোকজন মুখ খুলতে সাহস পায় না । প্রতিবাদ করলেই মিথ্যা মামলায় আসামী শ্রেণীভুক্ত করা হয়। ভুক্তভোগীরা টাকা দিয়ে কাজ না হলে কান্নাকাটি করে, ফিরে যেতে হয় । টাকা ফেরত চাইতে সাহস পায় না। ভুক্তভোগী খালেদা বেগম বলেন ঘড় দিবে বলে স্থানীয় নেতাকর্মী আমার নিকট থেকে ৬১,০০০ হাজার ৫০০ টাকা নিয়েছে । এখন ঘড় দেয় না টাকাও ফেরত দেয় না । কে টাকা নিয়াছে, নাম জিজ্ঞাসা করিলে নাম বলতে সাহস করে না । খালেদার মত অসংখ্য ভুক্তভোগী খালেদা স্থানীয় নেতাকর্মীদের প্রতারণার শিকার হইয়াছে । স্থানীয় প্রতারক চক্র। মুজিব শতবর্ষ উপলক্ষে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার । প্রতারণা মূলক বেচাকেনা করিয়া দলের ভাবমূর্তি ক্ষুন্ন করিতেছে । বাংলাদেশ আওয়ামী লীগের, সভানেত্রী, মাননীয় প্রধানমন্ত্রী , জননেত্রী শেখ হাসিনা অন্যায় করে না অন্যায়কে প্রশ্রয় দেয় না । তাহার দেওয়া উপহার আশ্রয়ন প্রকল্পের প্রত্যেকটি ঘর প্রতারকের হাত থেকে রক্ষা করে, গরিব দুঃখী মেহনতি মানুষের বরাবরই মিলিয়ে দিবেন বলে আমরা সচেতন মহল আশাবাদী ।