today visitors: 5073432

# দুর্নীতির আখড়া হয়ে দাঁড়িয়েছে আউলিয়াবাদ বাজার বণিক সমবায় সমিতি লিঃ ##

 

আতিকুর রহমান আতিক
কালিহাতী প্রতিনিধি, টাঙ্গাইল।

টাঙ্গাইল কালিহাতীর আউলিয়াবাদ বাজার বণিক সমবায় সমিতি লিঃ ১৯৮৭ সনে স্থাপিত হয়ে চলমান রয়েছে। প্রতিষ্ঠা লগ্ন থেকে এ পর্যন্ত দুর্নীতির বেড়াজালে উক্ত সমিতিটি কিছু সংখ্যক সদস্য নিয়ে কমিটি গঠন করে পরিচালনা করে আসছে। সমিতিতে নেই কোন পূর্ণাঙ্গ হিসাব, সদস্যদের তালিকায় পুরাতন ব্যবসায়ী অনেক সদস্যের নাম নেই, আয় ব্যয়ের কোন হিসাব নিকাশ নেই, ব্যবসায়ীদের সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত রেখেছে, এরকম নানা অভিযোগ নিয়ে উক্ত বাজারের অধিকাংশ ব্যবসায়ীরা মন্তব্য প্রকাশ করতেছে। অধিকাংশ ব্যবসায়ীরা বাজারে টয়লেট, প্রসাবখানা, টিবওয়েল, বৃষ্টির কারণে পানি নিষ্কাশনের ব্যবস্থা এসব বিষয় নিয়ে অসুবিধায় কথা প্রকাশ করেন। ব্যবসায়ীদের নিরাপত্তার ক্ষেত্রে মাঝে মধ্যেই উক্ত বাজারে চুরির ঘটনা ঘটে, যায় কোন ভালো পদক্ষেপ এই সমিতির অফিসের ব্যবস্থার মধ্যে দেখা যাচ্ছে না মনে করে ব্যবসায়ীরা আত্মপ্রকাশ করেন। দীর্ঘদিনের কমিটির নেই কোন নির্বাচন, সুষ্ঠু ব্যবস্থা মন্তব্য করে বাজারের অধিকাংশ ব্যবসায়ীরা সুষ্ঠু নির্বাচনের দাবি জানায়। বাজারের সদস্যদের কাছ থেকে উত্তোলিত সিসি ক্যামের উদ্দেশ্যে যে পরিমাণ টাকা উত্তোলন করা হয়েছে, সেটা পর্যাপ্ত পরিমাণে পদক্ষেপ নেওয়া হয়নি এবং কি অধিকাংশ দোকানপাট সিসি ক্যামেরায় আওতাভুক্ত নেই।

বাজারের অনেক ব্যবসায়ীর সাথে আলোচনা করে জানা যায় যে, উক্ত কমিটিতে অল্প সংখ্যক কিছু লোকের সদস্য তৈরি করে বা অনেকের মন্তব্যে প্রকাশ পায় যে ২৫ সদস্য বিশিষ্ট নাকি সমিতি অফিস গঠন করা হয়েছে, তাহলে এত বড় বাজারে বাকি ব্যবসায়ীরা এরা কারা, এ প্রশ্ন দাঁড়িয়েছে বাজারের অধিকাংশ ব্যবসায়ীদের। এ প্রশ্নের আলোকে বাজারের এক ব্যবসায়ী হুমায়ুন সরকার ফেসবুকে মন্তব্য করেছে বাজারে মাত্র ২৫ সদস্য নিয়ে কমিটি গঠন করা হয়েছে বাকিগুলা কি রোহিঙ্গা। এরই ধারাবাহিকতায় দুর্নীতির বিরুদ্ধে কথা বলেছে শাহাদত হোসেন অন্য এক ব্যবসায়ী সে মন্তব্য করেছে দুর্নীতি বাজদের দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। দুর্নীতিবাজদের পক্ষে যারা সাফাই করবে তারাও বড় দুর্নীতিবাজ বলে মন্তব্য করেছে। এরই ধারাবাহিকতায় বাজারের দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর শত শত ব্যবসায়ী তাদের মন্তব্য প্রকাশ করতেছে এবং সবাই প্রকাশ করিতেছে যে বাজারে সুষ্ঠু নির্বাচন চাই, দুর্নীতিবাজদের আমরা আর দেখতে চাচ্ছি না, সুন্দর সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে উক্ত বাজারে নতুন কমিটি গঠন করার প্রস্তাব করতেছে আউলিয়াবাদ বাজার বণিক সমবায় সমিতির আওতাধীন ব্যবসায়ীরা।