today visitors: 5073432

আমাকে যারা খারাপ বলে আমি তাদের কাছে কখনোই নিজেকে প্রমাণ করতে যাই না।

কখনোই প্রমাণ দিতে চাই  না এটা বলে দেখো আমি কত ভালো।
যে বা যারা খারাপ বলে আমি মেনে নিই। তার জন্য আমি তাদের খারাপ ভাবি না। তার মানে এই নয় যে আমি তাদেরকে ভালোবাসি। তাদের ভালোও বাসি না, খারাপও বাসি না। সত্যি কথা বলতে আমি তাদের জন্য সময় নষ্ট করি না। বরং আমি সময় দিই তাদেরকে, যারা আমাকে ভালোবাসে।

এই মনে করো আমি লেখালিখি করি। লেখাটা আমার সখ, আমার ভালোবাসার জায়গা। আমি লিখি আমার নিজের জন্য, যারা আমার লেখাকে ভালোবাসে তাদের জন্য। যারা আমাকে ভালোবাসে, তারা আমার লেখাকেও ভালোবাসে।তার মানে এই নয় যে লেখা সবাই পড়বে। আমার ফ্রেণ্ড লিস্টে কত মানুষই তো আছে। অনেকেই লেখা পড়ে। তবে পরিচিত কিছু মানুষের থেকে কখনোই কোনো রিয়াক্ট আসে না। অথচ এদের সাথে আমার ভালো সম্পর্ক ছিল। কেন জানি না তারা আর কথা বলে না। সত্যিটা বুঝতে পারি।আমার সফলতা অনেক মানুষের আনন্দের কারণ, আর কিছু মানুষের হিংসার কারণ। তাই এই নিয়ে আর ভাবতে বসি না। কারণ ভাবলেই সময় নষ্ট।

সেদিন দেখলাম একটা গাড়ির পিছনে লেখা আছে, তোমার হিংসা আমার জয়। কথাটা ঠিকই।মানুষ যখন তোমার সাথে হিংসা করবে তখন বুঝতে হবে তুমি এগিয়েছো, তুমি সাফল্যের পথে হাঁটছো। জীবনে এগোতে গেলে দু একজন হেটার্স থাকতে হয়। ভালো মন্দ নিয়েই যখন জীবন, তখন মন্দটাকে বাদ দিই কি করে?

আমাদের বয়স যত বাড়বে অভিজ্ঞতাও তত বাড়বে। সবাই তোমাকে ভালো বলবে না, সবাই তোমার প্রশংসাও করবে না। প্রশংসা করতে, উৎসাহ দিতে সবাই পারে না। কারণ প্রশংসা করতে দম লাগে। বুকের পাটা লাগে। শিক্ষা লাগে।সবাই যদি তোমার প্রশংসা করে, তাহলে নিন্দাটা করবে কে? জানোই তো মানুষ নিন্দা করে হিংসায়, প্রশংসা করে ভালোবেসে।

তোমার যেটা করতে ভালো লাগবে সেটাই করবে।লিখতে পারলে লিখবে, নাচতে জানলে নাচবে, গান জানলে গাইবে, সাজতে ইচ্ছে হলে সাজবে, রান্না করতে জানলে রান্না করবে। নিজের এই ভালো লাগা গুলো নিজের ফেসবুকে পোস্ট করবে। যা সৃষ্টি করবে তা-ই সুন্দর। নিজের সৃষ্টি কখনো অসুন্দর হয় না। কখনো দেখেছ সন্তান যেমনই দেখতে হোক তার মায়ের চোখে কুৎসিত?মায়ের কাছে তার নিজের সন্তানেরা সুন্দর। তোমার সৃষ্টিরা তোমার কাছে সব সময়েই সুন্দর।

কে কি বলবে এসব নিয়ে ভেবো না। কে লাইক করল না, কে কমেন্ট করল না এ নিয়ে দুঃখ পেও না। এই যে আমার লিস্টে তো এত মানুষ আছে, সবাই কি আমার প্রশংসা করে? সবাই আমাকে উৎসাহ দেয়? যে ক’জন ভালোবাসে তারাই করে মাত্র।

জানোই তো তোমার লিস্টে কয়েকজন মানুষ আছে যারা ভীষণ হিংসুটে। কিছুতেই ভালোটাকে ভালো বলতে পারে না। আর নিজে যদি ভালো না হয় তাহলে অন্যকে ভালো বলবে কি করে?

তাই কেউ যদি তোমাকে খারাপ বলে তুমি তার সাথে তর্কে যেও না। তোমার সাফল্যকে কেউ যদি মানতে না পারে তাকে মানাতেও যেও না। শুধু মন্দ কথায় কান দিয়ে সময় নষ্ট না করলেই হল। মন্দ মানুষের থেকে তোমার সময়ের দাম অনেক বেশি।

লেখা ভালো লাগলে ফোলো করে রাখুন।

মো: মোস্তফা কামাল ০১৭১১২০১৪৫২