মোঃ আমিনুল ইসলাম
ভ্রমম্যাণ প্রতিনিধি
প্রশ্নঃ আহলে হাদিসের প্রতিষ্ঠা তার নাম কি?
উত্তরঃ মৌলভী আব্দুল হক বেনারসি।
প্রশ্নঃ আহলে হাদিসদের পূর্ব নাম কি ছিল?
উত্তরঃ আহলে হাদিস এর পূর্ব নাম ছিল মুজাহিদীন/ মোহাম্মদী।
প্রশ্নঃ সাধারণ মানুষ আহলে হাদিসদের কি নামে ডাকত?
উত্তরঃ সাধারণ মানুষ আহলে হাদিসদের কে লা-মাযহাবী ওহাবী গায়রে মুকাল্লিদ বলে ডাকত।
প্রশ্নঃ আহলে হাদিস নামটা কে দিয়েছিল?
উত্তরঃ আহলেহাদীছ নামটা ইংরেজরা পাঞ্জাবের গভর্মেন্টে দিয়েছিল।
প্রশ্নঃ আহলে হাদিস নামটা কে ইংরেজদের কাছে আবেদন করেছিল?
উত্তরঃ আহলে হাদিস নামের আবেদন মুহাম্মদ হুসাইন বাটালভী করেছিল।
প্রশ্নঃ আব্দুল হক বেনারসি কে ছিল?
উত্তরঃ আব্দুল হক বেনারসি শিয়া সম্প্রদায়ের লোক ছিল।
প্রশ্নঃ ভারতবর্ষে ইংরেজদের সাথে জিহাদ চলাকালীন সময়ে আহলে হাদীসরা কার পক্ষ নিয়েছিল?
উত্তরঃ ভারতবর্ষে ইংরেজদের সাথে জিহাদ চলাকালীন সময়ে আহলে হাদীসরা ইংরেজদের পক্ষ নিয়েছিল ।
প্রশ্নঃ তখন আহলে হাদীসদের স্লোগান কি ছিল ?
উত্তরঃ তখন আহলে হাদীসদের স্লোগান ছিল হিন্দুস্থান ইংরেজদের হুকুমাত,অ আল্লাহ তায়ালার রহমত।
প্রশ্নঃ আহলে হাদীসরা ইংরেজদের পক্ষে কি ফতোয়া দিয়েছিল?
উত্তরঃ আহলে হাদীসরা ইংরেজদের পক্ষে ফতোয়া দিয়েছিল যে,্ ইংরেজদের বিপক্ষে জিহাদ করা হারাম।
প্রশ্নঃ উক্ত ফতোয়া সম্বলিত বই ও লেখক এর নাম কি?
উত্তরঃ উক্ত ফতোয়ার নাম ছিল আল ইখতিছার ফি মাসাইলিল জিহাদ।
প্রশ্নঃ উক্ত ফতোয়া সম্বলিত বই এর লেখকের নাম কি ছিল?
উত্তরঃ লেখক এর নাম ছিল হোসাইন মোহাম্মদ বাটালভী।
প্রশ্নঃ উক্ত ফতোয়ার বিনিময় ইংরেজদের পক্ষ থেকে আহলে হাদীসরা কি পুরস্কার লাভ করেছিল?
উত্তরঃ পুরস্কার হিসেবে তাকে মন্ত্রী পদ দেওয়া হয়েছিল।
প্রশ্নঃ আব্দুল হক বেনারসির ওস্তাদ কে ছিল?
উত্তরঃ আব্দুল হক বেনারসির ওস্তাদ ছিল শিয়া সম্প্রদায়ের আলেম- শাওকানী।
প্রশ্নঃ এই খবর কত সনে এবং কোন পত্রিকায় প্রকাশিত হয়েছে?
উত্তরঃ এই খবর ১৮৮৬ ইং সনে এশায়াতুস সুন্নাহ পত্রিকায় প্রকাশ করা হয়েছে।
প্রশ্নঃ উক্ত পত্রিকার সম্পাদকের নাম কি ছিল?
উত্তরঃ উক্ত পত্রিকার সম্পাদকের নাম ছিল আবু সাইদ মোহাম্মদ হোসাইন, উনি লামাযহাবী ছিল।