মো: আলমগীর হোসেন বিশেষ প্রতিনিধি তারাকান্দা ময়মনসিংহ
মোবাইল:০১৯১৭৩৩৮৪১৮,
বিস্তারিত প্রথম বুলেটিন এ
“”বাবা আমি তোমাকে খুব ভালোবাসি বাবা আমি তোমাকে খুব ভালোবাসি “”
সিনেমাঃ 100% Love
সিনেমাটির চলমান সময়ঃ ২ ঘন্টা ৪৬ মিনিট
শ্রেষ্ঠাংশেঃ জীৎ,কোয়েল মল্লিক,সুপ্রিয় দত্ত সহ আরো অনেকে।
পরিচালকঃ রবি কিনাগি
আই,এম,ডিবিঃ ৫.৯
স্পয়লার এলার্ট
সারাদিনে যতই আমরা ঝগড়া, মান অভিমান, করে থাকিনা কেনো, তাদের উপর।
দিনশেষে তারাই আমাদের আপনজন।
খুশির হাসিটা আমরা তাদের সাথেই হাসি।
যার বাবা নেই সেই বুঝে বাবার শূন্যতা তার জীবনে কতোখানি।
বাবা যতই রাগারাগি করুক যতই বকাবকি করোক না কেনো,
আমাদের সাফল্যে সেই প্রথমে বুক ফুলিয়ে সবার কাছে গিয়ে বলে যে,
আমার ছেলে এত্তো নম্বর পেয়ে পাশ করেছে।
আমার ছেলে একটা ভালো চাকরি পেয়েছে।
সবাই ওর জন্য আর্শিবাদ করবেন।
ও যেনো বড় হয়ে অনেকদূর যেতে পারে।
আড়ালে লুকিয়ে থাকা আমাদের প্রতি বাবার এই ভালোবাসাটা আমরা তেমন ভাবে লক্ষ্য করিনা হয়তো।
মুখফুটে হয়তো কখনও বলতেও পারিনা যে,
“বাবা আমি তোমাকে কতটা ভালোবাসি”
সপ্তম শ্রেণীতে থাকা অবস্থায় প্রথম সিনেমাটি দেখা হয় আমার।
এটাই আমার জীবনে দেখা প্রথম সিনেমা,
যে সিনেমাটি দেখার পর আমি কেঁদেছিলাম।
সত্যি বলতে বাবা চরিত্রটির প্রতি এতোটাই মায়া জন্মে গিয়েছিলো যে,
তার মৃত্যুটা হয়তো মনের সাথে সাথে চোখও মেনে নিতে পারেনি তখন।
বাবা আর ছেলের এমন রসায়ন খুব কম সিনেমাতেই দেখেছি আমি।
বাবার প্রতি যে আচরন জীৎ অথ্যাৎ “রাহুল” সিনেমাটিতে করে,
তা অনেকের জীবনের সাথেই হয়তো মিলে যায়।
প্রতিদিন পকেট খরচের জন্য টাকা চাইলে, বাবার কাছ থেকে বকাঝকা কমবেশী আমরা সবাই শুনে অব্যস্থ।
যতই রাগারাগি করুক বাবা।
কোথাও যাওয়ার আগে হয় টাকাটা মায়ের কাছে রেখে যাবে নয়তো হাতে ধরিয়ে দিয়ে বলবে যে,আজকেই শেষ। কাল থেকে আর পাবেনা।
বাবার কাছ থেকে এই চাওয়া আর পাওয়ার চাহিদা কখনই শেষ হয়না আমাদের।
আজ প্রায় দশ বছর হতে চললো আমি আমার জীবন থেকে আমার বাবাকে হারিয়ে ফেলেছি।
এই সিনেমাটি দেখলে বাবার কথা ভীষণ মনে পরে।
আর আক্ষেপ শুধু জীবনে আমার একটাই
আমি আমার বাবাকে কখনই মুখফুটে বলতে পারিনি যে,
“আমি বাবাকে ঠিক কতটা ভালোবাসতাম”
Leave a Reply