today visitors: 5073432

কোতোয়ালী পুলিশের পর এবার সিটি কর্পোরেশনের ম্যাজিস্ট্রেটের হানা। কিছুতেই বন্ধ হচ্ছে না স্কুল কলেজ পড়ুয়া ছাত্র-ছাত্রীদের আড্ডা।

মো: আলমগীর হোসেন বিশেষ প্রতিনিধি তারাকান্দা ময়মনসিংহ
মোবাইল:০১৯১৭৩৩৮৪১৮,

বিস্তারিত প্রথম বুলেটিন এ

ময়মনসিংহের প্রাণকেন্দ্রে অবস্থিত এই পার্কে, একটু স্বস্তির নিঃশ্বাস পালাতে আসে মানুষ, কিন্তু ছেলে মেয়েদের মেলামেশা দেখে লজ্জায় অনেকে চলে যায়, সেই সাথে এই পার্কে ফকিরের অত্যাচার অনেকে হয়ে যায় অতিষ্ঠ।

মিনিটে ফকির আসে তিনজন করে,ধন্যবাদ ময়মনসিংহ সিটি কর্পোরেশন। ময়মনসিংহ সিটি কর্পোরেশনের জয়নুল আবেদীন পার্কে স্কুল বা কলেজ ইউনিফর্ম পরে প্রবেশ ও অবস্থান করা নিষিদ্ধ করা হয়েছে।

এ জন্য আজ দুপুরে জয়নুল আবেদীন পার্কে অভিযান পরিচালনা করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশন এর প্রধান রাজস্ব কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সেঁজুতি ধর।

এ সময় তিনি ইউনিফর্ম পরা শিক্ষার্থীদের পার্ক থেকে বের করে দেন। তিনি জানান, পরবর্তীতে কাউকে এমন পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে

এ সময় স্যানিটারি ইন্সপেক্টর জাবেদ ইকবাল ও অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *