today visitors: 5073432

জগতে মায়ের মত আপন কেহ নাই আমি যখন যেমন চাহি মা হয়ে যায় তাই।

বসতে গেলে মায়ের মধু কুল হয়ে যায় পিড়ি

উপর দিকে উঠতে গেলে মা হয়ে যায় সিঁড়ি।

চলতে গেলে মা হয়ে যায় ফুল চড়ানো পথ
চড়তে গেলে মা হয়ে যায় পালকি সোনার রথ।

আমার পেটে লাগলে ক্ষুধা মা হয়ে যায় দুধ
পৌষে যখন ঠান্ডা লাগে মা হয়ে যায় রোদ।

বৃষ্টি ভেজার মন চাহিয়ে মা হয়ে যায় মেঘ
গরম লাগলে হয় দখিণা ঠান্ডা হাওয়ার বেগ।

ক্লান্ত রাতে মা হয়ে যায় জোছনা রাতের তারা
বিষন্নতায় মা হয়ে যায় আশার বারিধারা।

আঁধার এলে মা হয়ে যায় রৌদ্র দেয়ার রবি
জীবন চলার তাল হারালে ছন্দ দেয়ার কবি।

রৌদ্রে গেলে মা হয়ে যায় মাথার উপর ছাতা
লিখতে গেলে মা হয়ে যায় দোয়াত কলম আর খাতা।

আমার চোখে ঘুম আসিলে মা হয়ে যায় রাত
খাইতে গেলে মা হয়ে যায় খাদ্য হাত আর দাঁত।

যুদ্ধে গেলে মা হয়ে যায় অস্ত্র বাহুবল
কাঁদতে গেলে মা হয়ে যায় তপ্ত আঁখি জল।

খেলতে গেলে মা হয়ে যায় খেলনা সহপাঠী
সুইতে গেলে হয় বিছনা শান্ত শীতলপাঠী।

মা যে আমার জড়িয়ে আছে সকল কথায় কাজে
জড়িয়ে আছে আমার সকল দুঃখ সুখের মাঝে।

আমার সকল হাসি খুশি সুখ যে আমার মা
মা ছাড়া যে মরুভূমি আমার দুনিয়া।

মা আমার প্রাণ