আনার হত্যা: ভারতে ‘বিশেষ টিম’ গঠন, তদন্তে যাবে নেপালেও

সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে ‘বিশেষ তদন্ত দল’ গঠন করেছে ভারতের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

‘এসআইটি’ (স্পেশাল ইনভেস্টিগেশন টিম) নামের এ দল একজন আইজির নেতৃত্বে তিনজন ডিআইজি এবং বিভিন্ন পর্যায়ের ১০-১২ জন কর্মকর্তা নিয়ে গঠন করা হয়েছে। দলটি আনার হত্যার বিস্তারিত তদন্ত করবে বলে ভারতীয় সংবাদমাধ্যমের খবর।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, তদন্ত দলটি দ্রুততার সঙ্গে প্রযুক্তিগত তথ্যপ্রমাণ ও ফরেনসিক রিপোর্ট সংগ্রহের কাজটি নিশ্চিত করবে। এ হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত আখতারুজ্জামান শাহীনকে ধরতে ঢাকার পুলিশ ও ইন্টারপোলের সঙ্গে সমন্বয় করবে তারা।