তরুণরাই গড়বে আগামীর স্মার্ট বাংলাদেশ’ এই স্লোগান হৃদয়ে ধারণ করে নির্বাচনী মাঠে প্রচারণা চালাচ্ছেন সাহিদা আক্তার স্বর্ণা।
আসন্ন শ্রীপুর উপজেলা পরিষদ নির্বাচনে শ্রীপুর উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস-চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে প্রচারণায় ত্যাগী আওয়ামী পরিবারের সন্তান, শিক্ষানুরাগী ও নারী উদ্যোক্তা সাহিদা আক্তার স্বর্ণা। মুক্তিযুদ্ধের চেতনায় শান্তি ও উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে এবং জাতির জনক বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে তিনি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে গণসংযোগ, মতবিনিময়, উঠান বৈঠক অব্যাহত রেখেছেন। সেখানে তিনি জননেত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়নের ধারাবাহিকতা এবং বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড সাধারণ মানুষের কাছে তুলে ধরছেন। এছাড়া তিনি নিজস্ব অর্থায়নে এলাকার হতদরিদ্র মানুষদের আত্মকর্মসংস্থানের জন্য রিকশা, ভ্যান ও সেলাই মেশিন বিতরণসহ বিভিন্ন সামাজিক সংগঠনে সহযোগিতা দিয়ে আসছেন। তাছাড়া উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ব্যানার পোস্টার টাঙিয়ে এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এবং সামাজিক, সাংস্কৃতিক বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত হয়ে ভোটারদের মন জয়ের চেষ্টা করছেন তিনি।
পদ্মফুল প্রতিকের প্রার্থী সাহিদা বলেন, আমি দীর্ঘদিন ধরে উপজেলার মানুষের পাশে থেকে সামাজিক উন্নয়নমূলক কর্মকান্ড চালিয়ে যাচ্ছি। সেদিক থেকে আমি মনে করি নির্বাচনে সাধারণ ভোটারগণ আমাকে বেছে নিবেন।
এবারের নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ ও প্রতিদ্বন্দ্বিতা হবে। আর আমি সাহিদা প্রতিদ্বন্দিতা করতে আসছি। আমি আশাবাদী শ্রীপুরের জনগণ আমার সাথে আছে ইনশাল্লাহ। সুষ্ঠ ভোট হলে বিজয় আমারই হবেই। নির্বাচিত হওয়ার পর মাননীয় প্রতিমন্ত্রী রুমানা আলী টুসি আপার স্মাট নগর বাস্তবায়ন করতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাবো।
সাহিদা আক্তার স্বর্ণা আরো বলেন, আমি মনেপ্রাণে বিশ্বাস করি মহিলা ভাইস-চেয়ারম্যান পদে তৃণমূলের একজন নারী উন্নয়ন কর্মী হিসেবে শ্রীপুরের মা বোনেরা আমাকে বিপুল ভোটের মাধ্যমে বিজয়ী করবেন।