সাইফুল ইসলাম,নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীর মাইজদী পাবলিক কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী মাহমুদুন নুর মাহমুদ ফুট ওভার ব্রিজের বিদুৎস্পষ্ট হয়ে পঙ্গুত্ব বরণ করায় ফুট ওভার ব্রিজের বিদ্যুতের তার যথাযথ দূরত্বে সরিয়ে নেওয়ার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে টাউন হল মোড়, ও জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মাইজদী পাবলিক কলেজ শিক্ষার্থীবৃন্দ ও সচেতন নোয়াখালীবাসী আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন থেকে বলা হয়, সড়ক দূর্ঘটনার থেকে বাঁচার জন্য ফুটওভার তৈরী করা হলে ও ১১ হাজার ভোল্টেজ বিদ্যুৎ তার এত নিকটে ও কভার ছাড়া যে ফুটওভার ব্রিজ তৈরী হয়েছে এখন মৃত্যুফাঁদ। অবহেলিত নোয়াখালীর সড়কে গত ৮ই মার্চ নোয়াখালী বড় মসজিদ মোড় ফুটওভার ব্রিজে বিদ্যুৎ স্পর্শ হয়ে দূর্ঘটনার শিকার হয়ে পাবলিক কলেজের ছাত্র মাহমুদ পঙ্গুত্ব বরণ করে এবং বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন।
সচেতন নোয়াখালীবাসী দীর্ঘদিন দাবি করে আসছে ফুটওভার ব্রিজে যেন না হয় মৃত্যু ফাঁদ এবং সঠিক ব্যবস্থাপনার দাবি জানায়। এ বিষয় মাননীয় এমপি ও পৌর মেয়র মহাদয় ব্যবস্থা আশ্বাস জানায় কিন্তু সড়ক বিভাগ ও বিদ্যুৎ বিভাগ জেনো এ বিষয় উদাসীন। এমতাবস্থায় নোয়াখালীবাসী সড়কসেবা ফুটওভার ব্রিজে মানবৃদ্ধিসহ ৩ দফা দাবি জানায়।
এই সময় নোয়াখালীর নাগরিক, পেশাজীবী, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের ও ছাত্রছাত্রীরা এতে অংশগ্রহণ করেন।