today visitors: 5073432

রমযানে নামাজ ও কোরআন পড়ে পেলেন পুরস্কার

মো: আব্দুর রাজ্জাক

স্টাফ রিপোর্টার

ঢাকা জেলার ধামরাই উপজেলার নবগ্রামের সরকারি চাকরি জীবি যুবকদের উদ্যোগে নবগ্রাম জামে মসজিদে মাস ব্যাপী কোরান শিক্ষার আয়োজন করে। এতে গ্রামের বয়স্ক ব্যাক্তিরা এই কোরান শিক্ষায় অংশ গ্রহণ করে। তারা সফল ভাবে কোরান শিক্ষা গ্রহন করে। মাসলা মাসায়েল এবং নামায এর জন্য প্রয়োজনীয় দোয়া শিক্ষা গ্রহণ করে। নবগ্রাম জামে মসজিদের সাধারণ সম্পাদক বলেন আমাদের মসজিদে এভাবে কোরান শিক্ষার আয়োজন এই প্রথম।
আয়োজক যুবকরা সকল শিক্ষার্থীদের মাঝে একটা করে টুপি জায়নামাজ তসবিহ উপহার দেয়। সারা গ্রাসীর সম্মুখে তাদের কে এই উপহার প্রদান করা হয়।সবার জন্য দোয়া শেষে মিস্টি বিতরন করা হয়।।
কোরান শিক্ষায় অংশ গ্রহণ কারি একজন বলেন আমি অনেক আগে কোরান পড়া শিখছিলাম। চর্চা না থাকার কারনে সব ভুলে গেছিলাম।কিন্তু গ্রামের সরকারি চাকরি জীবি যুবকদের এই উদ্যোগের কারনে আমি আবার কোরান শিক্ষা করতে পারছি।আমি অনেক খুশি।অনেক দোয়া করি তাদের জন্য ।
কোরান শিক্ষা আয়োজনের সাথে যারা জরিত ছিল তাদের মধ্যে জনাব মো: রবিউল করিম বলেন আমাদের গ্রামে অনেক মানুষ নামাজ পড়ে। তাদের মধ্যে অনেকেই কোরান পড়তে পারে না। সেই কথা বিবেচনা করে আমরা এই আয়োজন করি।সে সকল মুসুল্লি সারা রমযান মাস জামাতের সাথে নামাজ আদায় করছে তাদের কে উৎসাহিত করার জন্য আমরা উপহার প্রদান করছি।।
এই মহতী উদ্যোগের সাথে যারা উদ্যোক্ত ছিল তাদের মধ্যে অন্যতম জনাব মো: রবিউল করিম ; জনাব মো’ আমিনুর রহমান ; জনাব মো : সোহেল রানা সহ ৩০ জনের অধিক সরকারি চাকরি জীবি। নবগ্রামের সুধী সমাজ যুবক দের এই মহতী উদ্যোগ কে সাধুবাদ জানায় এবং ভবিষ্যতে তাদের এই ধরনের কাজের ধারা অব্যাহত রাখবে বলে আশা করে। তারা বলে যুব সমাজ এর এধরনের কাজ পরিবার সমাজ ও দেশের জন্য নৈতিক শিক্ষার প্রসার ঘটবে।