উত্তর দাররা নূরে আল মদিনা জামে মসজিদের মক্তবের ছাত্র ছাত্রীরা নামায আদায় করে পেয়েছে পুরস্কার। একদিন, দুইদিন নয় বরং টানা 30 দিন নামাজ আদায় করার পুরস্কার! এ যেন পরকালের চূড়ান্ত পুরস্কার লাভের প্রস্তুতি। ছাত্র ছাত্রীদের নামাজের প্রতি উদ্বুদ্ধ করতে সম্প্রতি এক ব্যতিক্রমী আয়োজন করে ব্রাক্ষনবাড়িয়া জেলার রছুল্লাবাদ ইউনিয়নের,উত্তর দাররা গ্রামের নূরে আল মদিনা জামে মসজিদের খতিব মাওলানা এনামুল হক (রবিন)। মক্তবের ছাত্র ছাত্রীদের জন্য প্রত্যেক মাসে এই পুরষ্কারের আয়োজন করে থাকেন। নৈতিক চরিত্র গঠনের এ আয়োজন নিঃসন্দেহে একটি প্রশংসনীয় উদ্যোগ।
মক্তবের ছাত্র ছাত্রীদের মসজিদে এসে নামাজের প্রতি আগ্রহ ও উৎসাহ বাড়াতে মসজিদের খতিব মাওলানা এনামুল হক (রবিন) সাহেব পুরস্কার দেওয়ার ঘোষণা করেন । যেসব ছাত্র ছাত্রীরা এক মাস নামাজ আদায় করতে পারবে তাদের মধ্যে প্রথম,দ্বিতীয় এবং তৃতীয় পুরস্কার দেওয়া হবে- এ ঘোষণার পর থেকে ওই মক্তবের ছাত্র ছাত্রীরা মসজিদে এসে নামাজ আদায়ে আগ্রহী হয়ে ওঠে।ওই সময় নিয়মিত নামাজে অংশ নেওয়া ছাত্র ছাত্রীদের নাম রেজিস্ট্রেশন ও নামাযের হাজিরা তুলা হয়। টানা ৩০ দিনের প্রতিযোগিতায় মোট ৪ জন ছাত্র ছাত্রী ১) মোঃ সাইমন মিয়া ২) মোছাম্মদ মীম আক্তার ৩) মো: সানি মিয়া ৪) মো: রোহান মিয়া বিজয়ী হয়।
মসজিদের খতিব মাওলানা এনামুল হক (রবিন) সাহেব বলেন, মক্তবের ছাত্র ছাত্রীদের নামাজের প্রতি উৎসাহ জোগাতে এমন আয়োজন করা হয়েছে। মহান আল্লাহর সন্তুষ্টির জন্য উত্তর দাররা নূরে মদিনা জামে মসজিদের খতিব সাহেবের উদ্যোগে এমন পদক্ষেপ নেওয়া হয়।
স্থানীয়রা বলেন, এ কার্যক্রম বাচ্চাদের নামাজের প্রতি আগ্রহী করে তুলেছে। আমরা বিষয়টি কিছু দিন ধরে লক্ষ্য করছি যে, ছেলেরা নামাজে নিয়মিত আসছে। তাদের পদচারণায় মসজিদ সব সময় মুখরিত হচ্ছে।
পুরস্কারপ্রাপ্ত ছাত্র ছাত্রীরা তাদের অনুভূতি জানাতে গিয়ে বলে- আমরা নিয়মিত নামায পড়ার কারণে আমাদের পুরস্কৃত করা হয়েছে। এমন পুরস্কার পেয়ে আমাদের কাছে অনেক খুশি লাগছে। তাছাড়া নামাজে অংশ নেওয়ায় নামাজের নিয়মকানুনসহ গুরুত্বপূর্ণ দোয়া-দরুদও আমরা শিখতে পেরেছি।