today visitors: 5073432

২য় দিন ভাঙ্গা থেকে থেমে থেমে যশোর গেল পরীক্ষামূলক ট্রেন

 

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

৩১ মার্চ ২০২৪, ০৯:৫১ পিএম | অনলাইন সংস্করণ

২য় দিন ভাঙ্গা থেকে থেমে থেমে যশোর গেল পরীক্ষামূলক ট্রেন

Advertisement

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার বামনকান্দা জংশন থেকে যশোর রূপদিয়ার উদ্দেশ্যে ২য় দিন ছেড়ে গেল উচ্চক্ষমতাসম্পন্ন একটি পরীক্ষামূলক ট্রায়াল ট্রেন। রোববার সকাল ৮টা ৪০ মিনিটে বামনকান্দা জংশন থেকে ছেড়ে যায় ট্রেনটি। এরপর বিভিন্ন রেলস্টেশনে ট্রেনটি থেমে থেমে রূপদিয়া পৌঁছতে সময় লাগে প্রায় ৪ ঘণ্টা।

খোঁজ নিয়ে জানা যায়, ভাঙ্গা থেকে যশোর রূপদিয়া ৮৮ কিলোমিটার পথ পৌঁছাতে যেখানে ১ ঘণ্টা সময় লাগার কথা কিন্তু সেখানে ৪ ঘণ্টায় রূপদিয়া পৌঁছায়নি। উচ্চ ক্ষমতাসম্পন্ন এই পরীক্ষামূলক ট্রায়াল ট্রেনটি প্রতিটি স্টেশনে থেমে থেমে রেললাইন পর্যবেক্ষণ করছেন। এছাড়া ৪ বার আপ-ডাউন করার কথা থাকলেও ২য় দিন রোববার মাত্র রূপদিয়া থেকে বেলা ৩টা পর্যন্ত ফেরত আসেনি। তবে রোববার ভাঙ্গা থেকে যশোর রূপদিয়া ১ বার যাতায়াত করবে। রূপদিয়া থেকে কাশিয়ানী ২-৩ বার আপ-ডাউন করবে।

Advertisement

এদিক নতুন রেললাইন চালু হওয়ার সংবাদে রেললাইনের আশপাশের মানুষের মধ্যে চলছে উৎসবের আমেজ। দক্ষিণবঙ্গের মানুষের ভাগ্য আরও একধাপ এগিয়ে যাবে।

 

এ বিষয়ে ভাঙ্গার রেলস্টেশন মাস্টার মো. আরিফ হোসেন জানান, শনিবার সকাল ৮টা ৪০ মিনিটে উচ্চগতিসম্পন্ন এই পরীক্ষামূলক ট্রেনটি যশোরের রূপদিয়া ৪ বার আপ-ডাউন করেছে। রোববার ৩১ মার্চ সকাল ৮.৪০ মিনিটে রূপদিয়া রেলস্টেশনের উদ্দেশে ছেড়ে গেছে। ট্রেনটি থেমে থেমে বিভিন্ন স্টেশন অবস্থান করছে। রূপদিয়া থেকে কাশিয়ানী পর্যন্ত দুই তিনবার আপডাউন করবে তবে ভাঙ্গা পর্যন্ত মাত্র একবার আপডাউন করবে।

২য় দিন পরীক্ষামূলক ট্রায়াল ট্রেনের যাত্রায় উপস্থিত হয়ে রেলসড়ক পর্যবেক্ষণ করছেন রেল প্রকল্পে চায়না ইঞ্জিনিয়ার, সেনাবাহিনী ও রেল প্রকল্পে ঊর্ধ্বতন কর্মকর্তারা। ঈদের পর আনুষ্ঠানিকভাবে নতুন রেলপথ উদ্বোধন করা হবে।

ভাঙ্গা