today visitors: 5073432

রংপুরে মাদক নির্মূল র‌্যাব-১৩’র সাড়াশী অভিযানে ২৯৯ বোতল ফেন্সিডিলসহ আটক ০১।

 

 

এম এন রাব্বী

বিশেষ প্রতিনিধি:

 

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে দেশের সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র‌্যাব নিয়মিত অস্ত্রধারী সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, মাদক ব্যবসায়ী, ছিনতাইকারী, অপহৃত ভিকটিম উদ্ধার, ডাকাতসহ নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠনের বিরুদ্ধে ব্যাপক অভিযান চালিয়ে আসছে।

 

এরই ধারাবাহিকতায় গত ৩১ মার্চ ২০২৪ আনুমানিক রাত ০০.৪০ ঘটিকার সময় ০১ জন মাদক ব্যবসায়ী’কে রংপুর জেলার কোতয়ালী থানাধীন শ্যামপুর বন্দর, শ্যামপুর কলেজ পাড়া এলাকা হতে সন্দেহজনক ০১টি প্রাইভেটকার তল্লাশী করে ২৯৯ বোতল ফেন্সিডিলসহ ০১ মাদক কারবারি’কে আটক করে। মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকার জব্দ করা হয়।উল্লেখ্য, উক্ত মাদক ব্যবসায়ী বহুদিন যাবত উত্তরাঞ্চল হতে রাজধানীতে মাদক পাচার করে আসছিল।

 

গোপন সূত্রের ভিত্তিতে মাদক ব্যবসায়ীর উপর সার্বক্ষণিক নজরদারির মাধ্যমে র‌্যাব-১৩, রংপুর এর চৌকস আভিযানিক দল মাদক কারবারীকে সনাক্ত করে এবং মাদকসহ মাদক ব্যবসায়ী মোঃ শুভ ইসলাম,শান্ত (৩০), পিতা-মৃত সেকেন্দার আলী, সাং-বাঘোপাড়া, থানা-সদর, জেলা-বগুড়া’কে গ্রেফতার করতে সক্ষম হয়।

 

উক্ত মাদক ব্যবসায়ীর প্রকৃত মাদকের লেনদেনের উৎস উদঘাটনের নিমিত্তে র‌্যাব-১৩, রংপুর এর তদন্ত চলমান রয়েছে। ধৃত আসামীর বিরুদ্ধে রংপুর জেলার কোতয়ালী থানায় র‌্যাব বাদী হয়ে একটি মাদক মামলা রুজু করে, এবং ধৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।