today visitors: 5073432

এমভি আবদুল্লাহ: মালিকপক্ষের সঙ্গে জলদস্যুদের প্রথম যোগাযোগ

 

২০ মার্চ ২০২৪, ০৩:৩৪ পিএম | অনলাইন সংস্করণ

জলদস্যুদের কবলে থাকা বাংলাদেশি জাহাজ এমভি আব্দুল্লাহ

জলদস্যুদের কবলে থাকা বাংলাদেশি জাহাজ এমভি আব্দুল্লাহ

Advertisement

 

বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ এবং ২৩ নাবিককে জিম্মি করে রাখা সোমালি জলদস্যুরা প্রথমবারের মতো মালিকপক্ষের সঙ্গে যোগাযোগ করেছে।

 

আবদুল্লাহর নিয়ন্ত্রণ নেওয়ার আট দিন পর জলদস্যুরা বুধবার ‘তৃতীয় একটি পক্ষের মাধ্যমে’ জাহাজের মূল মালিক প্রতিষ্ঠান চট্টগ্রামের কবির গ্রুপের সঙ্গে যোগাযোগ করে। কোম্পানিটির মিডিয়া ফোকাল মিজানুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

 

Advertisement

 

তিনি বলেন, ‘জলদস্যুরা প্রথমবারের মতো তৃতীয় একটি পক্ষের মাধ্যমে যোগাযোগ করেছে। তবে তারা কোনো মুক্তিপণ চায়নি। মূলত কেবল যোগাযোগ স্থাপন হলো। পরবর্তী আলোচনায় মুক্তিপণের বিষয়টি হয়তো আসবে।’