today visitors: 5073432

সবুজে ঘেরা লাউচাপড়া  অবকাশ কেন্দ্র

 

 

স্টাফ রিপোর্টার মোঃ রেজাউল করিম জোয়াদ্দার, শ্রীবরদী

 

প্রতিষ্ঠার দুই যুগ পরেও

উন্নয়নের ছোঁয়া লাগেনি জামালপুরের লাউচাপড়া অবসর বিনোদন কেন্দ্রে। বিশুদ্ধ পানি, উন্নত অবকাঠামো ও আধুনিক কোনো রাইড না থাকায়, দিন দিন পর্যটক হারাচ্ছে বিনোদন কেন্দ্রটি। এতে ক্ষতিগ্রস্থ হচ্ছে স্থানীয় ব্যবসায়ীরা।শহুরে মানুষদের প্রকৃতির খুব কাছাকাছি যাওয়ার সুযোগ ঘটে বছরে খুব কম সময়ই। আর তাই ছুটির দিনগুলোকে একান্ত প্রকৃতির সাথে বিলিন করতে প্রকৃতি প্রেমিরা যেতে পারেন জামালপুরের লাউচাপড়া। ওয়াচ টাওয়ারের উপরে উঠে যত দূরে চোখ যায় শুধুই সবুজের বিস্তীর্ণ বিস্তার। থাকার জায়গাগুলো আটসাঁট হলেও মিলবে প্রকৃতির হিমেল ছোঁয়া। ছুটির দিনগুলো কেটে যাবে কাঠ ঠোকরা আর হলদে পাখির কলতানে।

জামালপুর জেলার বকশিগঞ্জের লাউচাপড়া পাহাড়িকা অবকাশ কেন্দ্রে বেড়াতে গেলে এমন কিছুর সন্ধান পেতে পারেন।

তবে জেলা পরিষদ বলছে, শিগগিরই বিনোদন কেন্দ্রটি আধুনিকায়নে ব্যবস্থা নেয়া হবে।