বকশীগঞ্জ প্রতিনিধি।।
জামালপুরের বকশীগঞ্জ শহরে প্রতিষ্ঠিত রহিমা সালাম স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। বুধবার(৬ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত অনুষ্ঠান চলমান ছিলো।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আবু তাহের। বিশেষ অতিথি ছিলেন একই বোর্ডের বিদ্যালয় পরির্দশক ড. দিদারুল ইসলাম।
অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন রহিমা সালাম স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা রবিউল ইসলাম। সভাপতিত্ব করেন অধ্যক্ষ প্রফেসর হাসান বিন রফিক।
আলোচনাসভায় অনুষ্ঠানের প্রধান অতিথি ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আবু তাহের বলেন, শিক্ষার মান উন্নয়নে রহিমা সালাম স্কুল এন্ড কলেজ নজীর স্থাপন করেছে। তিনি বলেন শিক্ষার পাশাপাশি বিনোদনেও এগিয়ে আছে রহিমা সালাম স্কুল এন্ড কলেজ। এ শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক সহায়তায় ময়মনসিংহ শিক্ষা বোর্ড সব সময় প্রতিষ্ঠানের পাশে থাকবে।
অনুষ্ঠানের শেষ পর্বে প্রধান অতিথি ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আবু তাহের ক্রিড়া অনুষ্ঠানে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।