মসিক নির্বাচনে ৩ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী শরীফের পক্ষে জনজোয়ার

 

 

রফিকুল ইসলাম মানিক, ময়মনসিংহ:

মোঃ শরীফুল ইসলাম শরীফ সদ্য সাবেক ময়মনসিংহ সিটি করপোরেশন ৩ নং ওয়ার্ডের জনপ্রিয় কাউন্সিলর।আসন্ন মসিক নির্বাচনে জনপ্রিয় এবং সেরা প্রার্থী। যুবতারুণ্যের প্রিয় মুখ।সকল শ্রেণি-পেশা এবং সববয়সীর আস্থা ও নির্ভরতার স্থল শরীফ।সরকারি আনন্দ মোহন কলেজ এর সাবেক ছাত্র নেতা,ছাত্র লীগের রাজনীতির সক্রিয় মুখ।

বিশিষ্ট ব্যবসায়ী,ঠিকাদারী প্রতিষ্ঠান মাহী এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী শরীফ সত,সজ্জন ব্যক্তি হিসেবে নিজের অবস্থানে ময়মনসিংহ নগরীতে গ্রহণযোগ্য হয়ে উঠেছেন সকল মহলে।

একজন সমাজকর্মী ও ক্রীড়া সংগঠক হিসেবে ছাত্রজীবন থেকেই সবার কাছে পরিচিত হয়ে উঠেছিলেন। এলাকায় বিগত সময়ে রাস্তাঘাট,ড্রেন,অবকাঠামো উন্নয়নসহ সবক্ষেত্রে ব্যাপক উন্নয়ন কার্যক্রমের ফলে জনপ্রিয়তা কুড়িয়েছেন শরীফ।আগামীতে তার অবস্থানগত কারণে ওয়ার্ডের সার্বিক উন্নয়নে মাইলফলক ভূমিকা পালনে সক্ষম একমাত্র শরীফ,জানালেন স্হানীয় অগ্রসর জনগোষ্ঠী।

গত সিটি কর্পোরেশন নির্বাচনে সেরা প্রার্থী হিসেবে সর্বোচ্চ ভোট পেয়ে প্রথমবার নির্বাচিত হন। তিনি পেয়েছিলেন ২৯৮১ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পেয়েছিলেন মাত্র ৪২৯ ভোট। পরবর্তীতে নির্বাচিত কাউন্সিলর হিসেবে নিজের অবস্থান আরও দৃঢ় এবং সকলের কাছে গ্রহণযোগ্য করে তুলেছেন তার ব্যাপক সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে।এলাকার জনসেবায় নিবেদিত। সবার আহবানে সবসময় সাড়া দেন তিনি।

ন্যায় বিচারক হিসেবে এলাকাবাসীর আস্থা ও বিশ্বাসের জায় স্থান করে নিয়েছেন।

তিনি নিজ ওয়ার্ড এবং তার এলাকার বাইরেও ধর্মীয়, সামাজিক, ক্রীড়া শিক্ষা ও সাংস্কৃতিকসহ নানাবিধ কল্যাণমূলক প্রতিষ্ঠানের সাথে জড়িয়ে আছেন।

তিনি বাংলাদেশ আওয়ামী লীগের বর্তমান কমিটির ময়মনসিংহ মহানগর শাখার শিল্প ও বাণিজ্য সম্পাদক, ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ, ময়মনসিংহ জেলা ফুটবল এসোসিয়েশনের কোষাধ্যক্ষ, কালিঝুলি স্পোক ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, বায়তুত তাকওয়া জামে মসজিদের সাধারণ সম্পাদক, খাগডহর হোসেন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি।

সমাজে শান্তি স্হাপন এবং ন্যায় বিচার প্রতিষ্ঠায় তার যোগ্যতাপূর্ণ ভূমিকা পালনে দক্ষতার কারণে তাকে।

সালিশ বিচার করতে ভুক্তভোগীরা তার স্মরণাপন্ন হন।তিনি মসিক এর গত আইন সালিশ কমিটির সদস্য হিসেবে গুর দায়িত্ব পালন করেন।

ময়মনসিংহ সিটি করপোরেশনের আসন্ন নির্বাচনে তার লাটিম প্রতীকের জোয়ার এসেছে বলে জানালেন এলাকাবাসী। আবারও আমরা শরীফ ভাইকে জানালেন এলাকার নানা বয়সী ও পেশার ব্যক্তিবর্গ।

পৃথিবীতে মহাকালের ভয়াবহ মহামারীতে শরীফ জীবনের ঝুঁকি নিয়ে এলাকাবাসীর সেবায় করোনা

যোদ্ধা হিসেবে সবার হৃদয়ে আসন গ্রহণ করেছেন।

পেয়েছেন ময়মন বিভাগীয় প্রেসক্লাবের করোনা সম্মানমা পদক। এছাড়াও তিনি তার বিচরণক্ষেত্রে সফলতা অর্জনের অসংখ্য পুরস্কার।

এলাকাব মূল্যায়ন জরীপে আসন্ন মসিক নির্বাচনে প্রার্থী হিসেবে জনপ্রিয় সেরা শরীফুল ইসলাম শরীফ।