মিল্টন চৌধুরী (জয়) জেলা প্রতিনিধি হবিগঞ্জ :
হবিগঞ্জের বাহুবল উপজেলার পুটিজুরী বাজারের ঐতিহ্যবাহী ব্যবসায়িক প্রতিষ্ঠান “বোখারী মাইক এন্ড সাউন্ড সিস্টেমের স্বত্বাধিকারী মোঃ মুদ্দত আলী ও তার পরিবারের সদস্যবর্গসহ আঃ সালাম এর উপর আত্মহত্যার ষড়যন্ত্রমূলকভাবে মিথ্যা হত্যা মামলা দায়ের ও গ্রেফতার করে কারান্তরীন রাখার প্রতিবাদে মানবন্ধন অনুষ্ঠিত হয়। বুধবার (২৮ফেব্রুয়ারি) বিকাল ৩ঘটিকার সময় পুটিজুরী বাজারে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন গ্রামবাসী। উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন পুটিজুরী ইউনিয়নের চেয়ারম্যান মুদ্দত আলী, আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সালেহ আহমেদ সাগর, সালামত আলী সানু, পুটিজুরী বাজার কমিটির সাধারণ সম্পাদক আমরু মিয়া আখঞ্জী, পুটিজুরী সদরের জামে মসজিদের খতীব মাওঃ জামাল উদ্দিন মুন্সি, পুটিজুরী বাজারের ব্যাবসায়ী আব্দুল কাদির, হাজী সামছু মিয়া, মোঃ আব্দুর নূর, সহকারী শিক্ষক মঞ্জুর আলী, সোনাই মিয়া, হাজী আবুল কালাম, ছাত্রলীগের সাবেক সভাপতি রমজান আলী প্রমুখ। তারা স্থানীয় প্রশাসনের কাছে মিরের পাড়া গ্রামের মো: মদ্দত আলীর পুত্র নুরুল ইসলাম নাহিদ শাহীন (২৪), মৃত মনছুর আলীর পুত্র মো: মুদ্দত আলী (৫৭), মো: মুদ্দত আলীর স্ত্রী মাহমুদা আক্তার (৪৮), মো: মুদ্দত আলীর মেয়ে আখি আক্তার (১৯), আব্দুল মান্নান ওরফে জমিদার এর পুত্র আ: সালাম (৫৫), এর উপর মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।