বগুড়ায় জাতীয় আদিবাসী পরিষদের বিক্ষোভ সমাবেশ

 

 

সাগর কুমার সিং

শেরপুর (বগুড়া) প্রতিনিধি:

 

জাতীয় আদিবাসী পরিষদের সুনাম ক্ষুন্নকারী, সংগঠনের নাম ব্যবহার করে আদিবাসীদের বিভ্রান্তও প্রতারণাকারী, কেন্দ্রীয় বহিস্কৃত বিমল রাজোয়ার ও বগুড়া জেলা বহিস্কৃত বিমল রবিদাসের অপকর্মের প্রতিবাদে এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে ২৯ শে ফেব্রুয়ারি ২০২৪, (বৃহস্পতিবার)বেলা ৩ ঘটিকায় বগুড়া সাতমাথায় জাতীয় আদিবাসী পরিষদ বগুড়া জেলা কমিটি বিক্ষোভ সমাবেশ করেছে।

 

জাতীয় আদিবাসী পরিষদ বগুড়া জেলা কমিটির সভাপতি শ্রী সন্তোস সিং (বাবু) এর সভাপতিত্বে এবং বগুড়া জেলা আদিবাসী ছাত্র পরিষদ সভাপতি সুজন কুমার রাজভর এর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় আদিবাসী পরিষদ বগুড়া জেলা শাখা’র সহ- সভাপতি যুগেশ চন্দ্র সিং, সাধারণ সম্পাদক স্বপন চন্দ্র কর্ণিদাস,

 

আরও বক্তব্য রাখেন নন্দীগ্রাম উপজেলা কমিটির সভাপতি গৌতম মাহাতো, সহ-সভাপতি সাধন মাহাতো, শেরপুর উপজেলার আহবায়ক স্বপন সিং, সদস্য সচিব হিরালাল সিং, গাবতলী উপজেলা শাখার সভাপতি প্রভাত মালো, সহ-সভাপতি মনিলাল রবিদাস, সাঃ সম্পাদক শয়ন বর্মণ, সাংগঠনিক সম্পাদক নিখিল মালো

 

এছাড়াও বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন বাংলাদেশ আদিবাসী ইউনিয়ন শেরপুর উপজেলা শাখার সভাপতি কমল সিং, সাঃ সম্পাদক প্রাণকুমার সহ আদিবাসী যুব পরিষদ নন্দীগ্রাম উপজেলা শাখার আহ্বায়ক সুজন মাহাতো, বগুড়া জেলা আদিবাসী ছাত্র পরিষদের সহ-সভাপতি উত্তম কুমার সিং, প্রচার সম্পাদক সোহাগ কুমার সিং প্রমুখ

 

বক্তারা বলেন জাতীয় আদিবাসী পরিষদ বগুড়া জেলা শাখা কে নিয়ে যারা বিভ্রান্ত ও প্রতারণা করছে এবং আদিবাসীদের অধিকার আদায়ের আন্দোলন কে বাধাগ্রস্ত করার জন্য যারা ষড়যন্ত্র করছে তাদের কে শক্ত হাতে দমন করার জন্য জাতীয় আদিবাসী পরিষদ বগুড়া জেলা কমিটি প্রস্তুত আছে।