নিজস্ব প্রতিনিধি।
জিয়াউল হক বয়স ৯০ বছর। বাড়ি চাপাইনবাবগঞ্জ।
পেশায় দৈ বিক্রেতা। বাড়িতে দৈ তৈরি করে হাটে বিক্রি করেন।
দই। দই বিক্রির টাকা দিয়েই সংসার চালান আর কিছু টাকা সঞ্চয় করে এলাকার শিক্ষার্থীদের জন্য কেনেন বই।
তিনি একজন প্রকৃত বইবন্ধু, জনবন্ধু, সমাজবন্ধু। মাথায় দই নিয়ে বিক্রি করেন আর ক্রয় করেন শিক্ষার্থীদের জন্য পাঠ্যবই, শিক্ষা উপকরণ। সেগুলো তাদের দেন বিনামূল্যে।
সাক্ষরতা আন্দোলনের নেতৃত্ব দেন। জীবনের একটি বড় সময় ধরে তিনি সাক্ষরতা নিয়ে এলাকায় কাজ করে যাচ্ছেন।
সমাজসেবায় বিশেষ অবদানের জন্য ২০২৪ সালে একুশে পদক পেয়েছেন জিয়াউল হক। দই বিক্রেতা জিয়াউল ওই অঞ্চলের মানুষের কাছে পরিচিত বইবন্ধু হিসেবে।