পরীক্ষা দিতে এসে প্রাণ গেলো এসএসসি পরীক্ষার্থী  

রির্পোটার: সৌরভ হাসান ;

সিরাজগঞ্জ প্রতিনিধি

 

 

পরীক্ষা দিতে গিয়ে কেন্দ্রে অসুস্থ হয়ে মো. নাহিদ হোসেন (১৫) নামের এক পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের রুহিতপুর এলাকায় ইস্পাহানি উচ্চ বিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্রে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।

 

মৃত নাহিদ দক্ষিণ কেরানীগঞ্জের বাস্তা ইউনিয়ন কোনাখোলা এলাকার সবজি বিক্রেতা আবুল কালাম আজাদের ছেলে। সে শাক্তা উচ্চ বিদ্যালয়ের ব্যবসায়িক শিক্ষা বিভাগের ছাত্র ছিল।

 

ইস্পাহানি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিয়াজুল ইসলাম তাপস বলেন, ‘আজকে এসএসসির প্রথম পরীক্ষা থাকায় পরীক্ষা শুরুর কিছুক্ষণ আগেই ছাত্র-ছাত্রীরা কেন্দ্রে প্রবেশ করে। এরপর শিক্ষার্থীদের হাতে মূল্যায়ন খাতা দেওয়ার সময় কেন্দ্রের ভিতরে বেঞ্চে বসা অবস্থায় ছেলেটি হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। তখন কেন্দ্রের বাইরে দাঁড়িয়ে থাকা নাহিদের বাবা-মাকে বিষয়টি জানানো হয়। এরপর তারা এসে নাহিদকে দ্রুত পার্শ্ববর্তী রুহিতপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বিষয়টি আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালে সহকারী কমিশনার ভূমি, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ঘটনাস্থল পরিদর্শন করেন।’

 

শাক্তা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল ওয়াদুদ বলেন, ‘নাহিদ আমার বিদ্যালয়ের ছাত্র ছিল। সে দীর্ঘদিন ধরে হৃদরোগে আক্রান্ত ছিল বলে জানতে পেরেছি। আমরা শোকাহত পরিবারকে বিদ্যালয়ের পক্ষ থেকে সমবেদনা প্রকাশ করছি।’

 

এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোসাম্মৎ কামরুন নাহার বলেন, ‘ঘটনাটি খুবই দুঃখজনক। যেহেতু ওই শিক্ষার্থী আগে থেকেই অসুস্থ ছিল, তাই তার পরিবারের পক্ষ বিষয়টি আমাদের অবগত করলে আমরা তার জন্য আলাদা ব্যবস্থা করতাম।’