খাগড়াছড়িতে দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সেমিনার অনুষ্ঠিত  

 

 

এস চাঙমা সত্যজিৎ

স্টাফ রিপোর্টারঃ

খাগড়াছড়ি পার্বত্য জেলার সদর উপজেলার “দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সাথে জনসংযোগ সংক্রান্ত” সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

 

“প্রবাসী কল্যাণ, মর্যাদা আমাদের অঙ্গীকার” স্মার্ট বাংলাদেশ গড়ায় তারাও সমান অংশীদার” এই প্রতিপাদ্য বিষয়ের উপর খাগড়াছড়ি পার্বত্য জেলার খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদ এবং জেলা কর্মসংস্থান জনশক্তি কার্যালয়ের উদ্যোগে উপজেলা পর্যায়ে “দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সাথে জনসংযোগ সংক্রান্ত” এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

 

আজ বুধবার ১৪ফেব্রুয়ারি ২০২৪ খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদ মিলায়তনে এক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাঈমা ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শানে আলম।

 

অনুষ্ঠিত সেমিনারে বক্তারা বলেন, আমরা দক্ষতার বিষয়ে পিছিয়ে আছি বলেই, আজ বাংলাদেশ পিছিয়ে রয়েছে।

 

আমাদের প্রত্যেকের দক্ষতা বিষয়ের জিনিসটা খুবই প্রয়োজন। বর্তমান প্রেক্ষাপটে কারিগরি দক্ষতা অর্জন করা খুবই জরুরী। এছাড়াও দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সাথে জনসংযোগ সংক্রান্ত বিভিন্ন বিষয়ের উপর আলোকপাত করেন বক্তারা।

 

অনুষ্ঠিত সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ নারায়ন চন্দ্র খাঁ, খাগড়াছড়ি জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়ের সহকারী পরিচালক নীহার কান্তি খীসা প্রমূখ।

 

সেমিনারে আরও উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সদর উপজেলার আনসার ও ভিডিপির কর্মকর্তা রোকেয়া পারভীন, খাগড়াছড়ি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জ্ঞান দত্ত ত্রিপুরা, গোলাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উল্লাস ত্রিপুরা, পেরাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তপন বিকাশ ত্রিপুরাসহ বিভিন্ন ইউনিয়নের সদস্যসহ গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

 

 

এস চাঙমা সত্যজিৎ

স্টাফ রিপোর্টার প্রথম বুলেটিন।