today visitors: 5073432

সেতু আর-এফ-আই শ্রোতা ক্লাব এর উদ্যোগে গতকাল বিশ্ব বেতার দিবস উদযাপিত হয়।

 

 

গতকাল 13 ফেব্রুয়ারী সেতু আরএফ-আই শ্রোতা ক্লাবের উদ্যোগে নওগাঁ জেলার মান্দা থানার পরানপুর হাইস্কুল মিলনায়তনে বিশ্ব বেতার দিবস উদযাপন করা হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেতু আরএফআই শ্রোতা ক্লাবের সম্মানিত সভাপতি সুলতান মাহমুদ, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। চাঁপাইনবাবগঞ্জ জেলার বরেন্দ্র বেতার শ্রোতা ক্লাবের সম্মানিত সভাপতি মোঃ আব্দুল মান্নান। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য পেশ করেন জনাব মোঃ সামসুল হক, সহকারী শিক্ষক (ইংরেজী), পরানপুর হাইস্কুল ও জনাব মোঃ রেজাউল হক, প্রভাষক (ইংরেজী), জামদই আলিম মাদরাসা।

বিশ্ব বেতার দিবসের এবারের প্রতিপাদ্য বিষয় ছিল ‘শতাব্দী জুড়ে তথ্য, বিনোদন ও শিক্ষা বিস্তারে বেতার’। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বেতারের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বক্তব্য প্রদান করেন। তিনি বলেন- সারা বিশ্বে বেতার এখনো অন্যতম জনপ্রিয় গণমাধ্যম। বেতারের রয়েছে পৃথিবীর দুর্গম স্থানে তথ্য পৌঁছানোর শক্তি। গ্রামগঞ্জ ও দুর্গম এলাকায় এখনো বেতার তথ্য আদান-প্রদানে গুরুত্বপূর্ণ গণমাধ্যম। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বেতার কেন্দ্র। তিনি আরও বলেন আন্তজার্তিক গনমাধ্যম হিসাবে রেডিও ফ্রান্স ইন্টারন্যাশনালও শ্রোতাদের কাছে একটি জনপ্রিয় গনমাধ্যম। আরএফআই শ্রোতা বান্ধব একটি বেতার। এই বেতারের দ্যা সাউন্ড কিচেন অনুষ্ঠানটি সবার কাছে একটি প্রিয় অনুষ্ঠান। যা সুসান ওয়েনসবাই দ্বারা উপস্থাপন করা হয়।

সেতু আরএফআই শ্রোতা ক্লাব কর্তৃক আয়োজিত বিশ্ব বেতার দিবসের অনুষ্ঠানে শ্রোতাক্লাবের সদস্য ছাড়া এলাকার অনেক গণ্যমান্য বাক্তিত্ব উপস্থিত হন। অতিথির বর্গের বক্তব্য শেষে সভাপতি মহোদয় সবাইকে ধন্যবাদ দিয়ে বিশ্ব বেতার দিবসের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।