today visitors: 5073432

বিন্দুবাড়ি গাউসুল আজম সিনিয়র  মাদ্রাসার পরীক্ষার্থীদের দোয়া অনুষ্ঠান

 

এম.মুনসুরুল ইসলাম মাসুম

শ্রীপুর, গাজীপুর

 

গাজীপুর শ্রীপুরে অবস্থিত বিন্দুবাড়ি গাউসুল আজম সিনিয়র মাদ্রাসায় ২০২৪ সালের এস এস সি দাখিল পরিক্ষার্থী ছাত্র/ছাত্রীদের দোয়া ও বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

মঙ্গলবার  সকাল সাড়ে ১০টায় মাদ্রাসার ময়দানে এ অনুষ্ঠানের  আয়োজন করা হয়।

 

অনুষ্ঠানে  প্রধান মেহমান  হিসেবে উপস্থিত ছিলেন  অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও দাতা মরহুম আলহাজ্ব কাজী মোঃ রইছউদ্দিন সাহেবের ভাতিজা এবং অত্র মাদ্রাসার গভার্নিং বডির বিদ্যুৎ শাহী সদস্য কাজী মোঃ আব্দুল আউয়াল। প্রতিষ্ঠাতা Kazi Abdul Awal Foundation।

 

বিন্দুবাড়ি গাউসুল আজম সিনিয়র  মাদ্রাসার

অধ্যক্ষ মাওলানা মোঃ তোফাজ্জল হোসেন  এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রবাসী যোদ্ধা  মোঃ মোস্তফা কামাল, নূরুল ইসলাম,  উমর ফারুক । অন্যাদের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন ,  মাওলানা মো:শাহাবুদ্দিন , মাওলানা মোঃ মসিউর রহমান, মাওলানা মোঃ আরিফ সরকার, এছাড়াও এখানে এলাকার গন্যমান্য ব্যাক্তি সহ ছাত্র /ছাত্রী গাডিয়ান আরো অনেকেই।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন  লেখা-পড়ার পাশা-পাশি নৈতিক শিক্ষা ও আধুনিক বিজ্ঞানের জ্ঞান সম্পর্কে ধারণা থাকা খুবই প্রয়োজন, কোরআন থেকে জ্ঞান আহরণ করে মানুষ চাদঁ,নক্ষত্র,নতুন নতুন গ্রহ আবিস্কার করেছে, পৃথিবীর মানুষ আজ জ্ঞান বিজ্ঞান দিয়ে বহু আধুনিক যন্ত্রপাতি আবিস্কার করেছে,আগামীতে আরো এগিয়ে যাবে।

তিনি ছাত্র-ছাত্রীদের উদ্যোশ্যে বলেন,প্রত্যেক ছাত্র-ছাত্রীকে ভাল ভাবে পড়ালেখা  করে পরীক্ষায় ভাল রেজাল্ট করতে হবে,সময় খুবই মূল্যবান অযথা সময় নষ্ট করার মত সময় এখন নাই। যে যত বেশী সময়ের মূল্য দিয়ে সময়কে লেখা পড়ায় জ্ঞান আহরনের কাজে ব্যয় করবে,সে ততবেশী জীবনে উন্নতি সাধন করতে পারবে, গাজীপুর ৩ আসনের সাবেক এম পি আলহাজ্ব এডভোকেট রহমত আলীর আত্মার মাগফেরাত করেন,  বর্তমান এম পি শান্তির কন্যা রুমানা আলী টুসির জন্য দোয়া চেয়ে মাদ্রাসার জন্য স্পিকার ও শিক্ষা সফরের জন্য কিছু অথ্য দেয়ার ঘোষনা দিয়ে বক্তব্য শেষ করেন।

বক্তারা বলেন, আজকের শিক্ষিত জনগোষ্ঠী আগামী দিনের দেশের কর্ণধার,একটি শিক্ষিত জাতি কখনো পিছিয়ে থাকে না,শিক্ষায় জাতির মেরু দন্ড,জ্ঞানী বলেছেন, আমাকে একটি মা দিলে আমি একটি শিক্ষিত জাতি উপহার দিবো। তাই আমাদের ছেলে মেয়েদের সু-শিক্ষায় শিক্ষিত হতে হবে,ইসলামের প্রকৃত জ্ঞানের বাণী সমাজে প্রচার করে সমাজ তথা দেশ থেকে জঙ্গীবাদ,সন্ত্রাস দুর করতে হবে।

পরে সকলের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।