সোহাগ মিয়া, মাধবপুর প্রতিনিধিঃ
সোমবার ১২ই ফেব্রুয়ারী দুপুর ০১টায় বিদ্যালয়ে নির্মিত শহিদ মিনারের সামনে এ বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
প্রধান শিক্ষক মোহাম্মদ হুমায়ুন কবীর এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সভাপতি, বাংলাদেশ আওয়ামিলীগ মাধবপুর উপজেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আলাউদ্দিন তালুকদার বেনু মিয়া।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থী ফারজানা আক্তার উর্মি ও মরিয়ম আক্তার তন্নি এবং মোনিয়া তুন নাহার উস্পি ‘র যৌথ উপস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামিলীগ বাঘাসুরা ইউনিয়ন শাখার সভাপতি হাজী সাইফ উদ্দিন তালুকদার শামীম।
ডাঃ মহিউদ্দিন হাই স্কুল এন্ড কলেজের আয়োজনে শিক্ষার্থী বাইজিদ হাসান রবিনের কুরআন তেলাওয়াত ও স্বর্নালি বিশ্বাসের গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এসময় বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ বাবুল হোসেন এবং মোঃ রফিকুল ইসলাম।
এছাড়া ও বিদায়ী পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বিদ্যালয়ের সকল ছাত্রদের পক্ষ থেকে বক্তব্য রাখেন তারেকুর রহমান, এবং ছাত্রীদের পক্ষে বক্তব্য রাখেন নাবিলা ইয়াসমিন। বিদায়ী পরীক্ষার্থীদের মধ্যে ছাত্রদের পক্ষে সুজন আহমেদ, এবং ছাত্রীদের পক্ষে মোছাঃ ইমা আক্তার ও বক্তব্য রাখেন।
এদিকে ডাঃ মহিউদ্দিন হাই স্কুল এন্ড কলেজের ২০২৪ সালের এসএসসি পরীক্ষার্থীদের অর্থায়নে স্মৃতি স্বরুপ বিদ্যালয়ে ব্যবহার করার জন্য সাউন্ড বক্স উপহার দেন বিদায়ী শিক্ষার্থীরা।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারি শিক্ষক মোঃ কাজী ফয়েজ আহমেদ, মোঃ সারোয়ার আলম, আবুল কাশেম, নরেশ চন্দ্র সরকার, মোঃ কবিরুল ইসলাম, অন্নপূর্ণা গুপ্তা, ইয়ানুছ আলী শাহ রতন কুমার, ফারুক মিয়া, ইসহাক উল্লাহ সহ প্রমুখ।
এছাড়াও সভাপতি এবং অতিথিদের বক্তব্য শেষে বিদায়ী ছাত্র ছাত্রীদের এসএসসি পরীক্ষায় সফলতা কামনা করে দোয়া করা হয়।
উল্লেখ্য, আগামী ১৫ই ফেব্রুয়ারী বৃহস্পতিবার থেকে ২০২৪ সালের এসএসসি পরীক্ষা শুরু। সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানের মতো মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের মানিকপুর গ্রামে অবস্থিত ডাঃ মহিউদ্দিন হাই স্কুল এন্ড কলেজ থেকে এবার ১১২ জন পরীক্ষার্থী অংশ নিবে এ পরীক্ষায়। এরই অংশ হিসেবে বিদ্যালয়ের আয়োজনে সকল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়ার আয়োজন করেন বিদ্যালয়টি।