মোঃ শরিফ বিল্লাহ
ডোমার উপজেলা প্রতিনিধি
অধিকাংশ অভিভাবকের স্বপ্ন থাকে, তাদের সন্তান বড় হয়ে চিকিৎসক হবেন। তবে জটিল প্রতিযোগিতার এ-যুগে সেই স্বপ্ন অনেকেরই ভঙ্গ হলেও, এবারের এমবিবিএস ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় মেডিকেলে পড়ার স্বপ্ন পূরণ করেছেন নীলফামারীর ডোমার উপজেলার একঝাঁক শিক্ষার্থী। তাদের সফলতায় পরিবার, এলাকাবাসীর সাথে নিজেরাও বেশ উচ্ছ্বাস প্রকাশ করেছেন।
রবিবার (১১ই ফেব্রুয়ারী) বিকালে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। এতে সর্বশেষ পাওয়া তথ্যে ডোমার উপজেলার ৯ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন।
জাতীয় মেধাতালিকায় ৩৮তম স্থান অর্জন করে ঢাকা মেডিকেল কলেজে পড়ার সুযোগ পেয়েছেন সাবিহা বিনতে বৃষ্টি। রংপুর সরকারি কলেজ থেকে এইচএসসি ও ডোমার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে কৃতিত্বের সাথে এসএসসি পাস করেন। তিনি ডোমার পৌরসভার ৭নং ওয়ার্ডের চিকনমাটি পশ্চিম ধনীপাড়া এলাকার সাদিকুল ইসলামের কন্যা। মেডিকেল পরীক্ষায় ৮৬.৫ সহ তার মোট মেরিট স্কোর ছিল ২৮৬.৫।
জাতীয় মেধাতালিকায় ২,৪৩৮তম স্থান অধিকার করে চিলাহাটি গার্লস স্কুল এন্ড কলেজ থেকে পড়াশোনা করা মিথিলা ফারজানা। তিনি রংপুর মেডিকেল কলেজে পড়ার সুযোগ পেয়েছেন। তার বাড়ি পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার ভাউলাগঞ্জে।
২,৭২৮তম স্থান অর্জন করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে পড়ার সুযোগ পেয়েছেন মটুকপুর সপ্তর্ষী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের জিনাত জাহান জীম। তার বাড়ি ডোমার উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের ২নং ওয়ার্ডে। তিনি ডোমার মহিলা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মোঃ গোলাম হোসেনের কন্যা। রংপুরের কারমাইকেল কলেজ থেকে এইচএসসি পাস করেন তিনি।
মেধাতালিকায় ৩,২৩৭তম স্থান নিয়েছেন ডোমার পৌরসভার চিকনমাটি মোড় এলাকার গোলাম মোস্তফার পুত্র রাইসুল বিন মোস্তফা। রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ থেকে এইচএসসি ও রংপুর জিলা স্কুল থেকে এসএসসি শেষ করা এই শিক্ষার্থী দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন।
একই মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন জাতীয় মেধাতালিকার ৩,৪০৪তম স্থান অর্জনকারী নুরনবী ইসলাম। তিনি উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নের বেতগাড়া এলাকার মোঃ আশরাফুল হক ও নুরজাহান আক্তার দম্পতির সন্তান। নুরনবী রংপুরের কারমাইকেল কলেজ থেকে এইচএসসি ও ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করেন।
দমে না গিয়ে একাগ্রতার সাথে মেডিকেলে পড়ার স্বপ্ন পূরণ করেছেন উপজেলার ছোটরাউতা থানাপাড়া এলাকার শিহাব হোসাইন নোমান। তিনি জাতীয় মেধাতালিকায় ৪,২৩১তম স্থান অর্জন করে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজে পড়ার সুযোগ পেয়েছেন। ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও রংপুরের কালেক্টরেট স্কুল এন্ড কলেজ থেকে এইচএসসি পাস করেন মোঃ শামসুদ্দিন হোসাইনী সুফীর পুত্র শিহাব।
৪,২৪৫তম স্থান অর্জন করেছেন উপজেলার ভোগডাবুড়ী ইউনিয়নের চিলাহাটি এলাকার মোঃ আনাস নাঈম প্রামাণিক। চিলাহাটি মার্চেন্টস উচ্চ বিদ্যালয়ের এই শিক্ষার্থী এবার চিকিৎসক হওয়ার স্বপ্ন পূরণ করতে গন্তব্য নির্ধারণ করেছেন সুনামগঞ্জের বঙ্গবন্ধু মেডিকেল কলেজে।
এছাড়া মেডিকেলে পড়ার স্বপ্ন পূরণ করেছেন ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র জাহিদ হাসান। তিনি সুনামগঞ্জের বঙ্গবন্ধু মেডিকেল কলেজে সুযোগ পেয়েছেন। অপরদিকে, ছোটরাউতা এলাকার উপজেলা মোড়ের সহকারী শিক্ষিকা আফরোজা পারভীনের কন্যা সুমাইয়া জাহান সিজু ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজে ভর্তির জন্য নির্বাচিত হয়েছেন।