মোঃ জোবাইর স্টাফ রিপোর্টার
সাতকানিয়া খাগরিয়া ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ড এর মিয়াজি বাড়ি নামে পরিচিত
মো: তারেক তিনি পেশায় একজন দিন মজুর ও রিকশা চালক, তারেক এর স্ত্রী জেসমিন আক্তার খুব বেশি অসুস্থ এবং তার
সদ্য হওয়া ২ মাস বয়সী শিশু এক বিরল রুগে আক্রান্ত হয়েছেন, সরেজমিনে দিয়ে দেখা যায় মোঃ তারেক সে তার উপার্জনের একমাত্র মাধ্যম রিক্সাটিও বিক্রি করে দিয়েছেন ইতিমধ্যে চিকিৎসার খরচের জন্য, এখন তার সহায় সম্বল বলতে কিছুই নেই, একদিকে বাচ্চা আর স্ত্রীর চিকিৎসা খরচ সামলাতে পারছে না সে
যেহেতু স্ত্রী ও সদ্য নবজাতকের বিরল রোগ এদের দেখাশুনা করার ফলে সে দিন মজুরের কাজটুকুও করতে যেতে পারছেন না। মোহাম্মদ তারেক বলেন আমি এখন তাদের চিকিৎসা বন্ধ করে দিয়েছি কারন আমার হাতে কোন ধরনের কোন টাকা পয়সা নেই। আমাদের খাবার খেতেও অনেক সমস্যা হচ্ছে প্রথম প্রথম পারা প্রতিবেশীরা কিছুটা সহযোগিতা করলেও এখন অনেকটা কমে গেছে, আমার ছোট ছোট তিনটি সন্তান নিয়ে অভাব অনটন এবং অভুক্ত অবস্থায় আছি।
তিনি বলেন বাংলাদেশে অনেক মানবিক সংগঠন রয়েছে, এবং সমাজের দানশীল ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন মোঃ তারেক সে তার স্ত্রী সন্তানদের চিকিৎসা খরচের জন্য সমাজের সকলের কাছে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে আহবান করেছেন :
কেউ যদি সহযোগিতা করতে চায়
তার জন্য সে একটি বিকাশ নাম্বার ও একটি নগদ নাম্বার দিয়েছেন
বিকাশ: 01851273523
নগদ: 01810284796