মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি,
শেখ হাসিনার উদ্দ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ এই প্রতিপাদ্য নিয়ে শনিবার (১০ ই ফেব্রুয়ারী ) চাঁপাইনবাবগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ২৫ তম বার্ষিক সাধারণ সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে দুপুরে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার নয়াগোলা পল্লী বিদ্যুৎ সমিতি সদর দপ্তর প্রাঙ্গনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এসময় সমিতি বোর্ডের সভাপতি পলাশ উদ্দিনের সভাপতিত্বে ও ভোলাহাট জোনাল অফিসের ডিজিএম রেজাউল করিমের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার প্রকৌশলী ছানোয়ার হোসেন, সমিতি বোর্ডের সচিব ও পরিচালক রাজু আহমেদ, কোষাধ্যক্ষ মোসাঃ শামসুন্নাহার প্রমুখ।
বক্তারা বলেন, বর্তমান সরকার ভিশন ২০৪১ বাস্তবায়নের লক্ষ্যে প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়ার জন্য কাজ করে যাচ্ছে। সরকারের এই মহান উদ্দ্যেশ্য এবং পল্লী এলাকার প্রতিটি ঘর আলোয় আলোকিত করার লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে চাঁপাইনবাবগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী বাপবিবো, রাজশাহী, নির্বাহী প্রকৌশলী, সহকারী প্রকৌশলী এসওডি, রাজশাহী, ভোলাহাট জোনাল অফিসের ডেপুটি জেনারেল রেজাউল করিম, শিবগঞ্জ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ফখর উদ্দিন নাচোল জোনাল অফিসের ডেপুটি জেনারেল, আব্দুর রহিম, সদর কারিগরি, ডেপুটি জেনারেল, মোঃ ফিরোজ জামানসহ অন্যান্যরা। পরে শ্রেষ্ঠ গ্রাহক ও সদস্যদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
শেষে চাঁপাইনবাবগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি বোর্ডের নির্বাহী কমিটির নির্বাচনে এলাকা পরিচালক পদে মোঃ ওবাইদুর রহমান, মোঃ জাহিদুল ইসলাম সর্দার ও মোঃ রশিদুল ইসলাম, নির্বাচিত হন।