আজিজুল হক নাজমুল
স্টাফ রিপোর্টারঃ
আসন্ন ফুলাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস-চেয়ারম্যান পদে প্রার্থী বাংলাদেশ যুব মহিলা লীগের ফুলবাড়ী উপজেলা শাখার সভাপতি মোছাঃ শামীমা খন্দকার পারুল।
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যে মাঠে নেমে পড়েছেন তিনি। এজন্য নিজ দলের নেতাকর্মী ছাড়াও সাধারণ ভোটারদের কাছে চাইছেন দোয়া ও আর্শিবাদ। পারুল একজন দক্ষ যুব সংগঠক ও নারী নেত্রী। যার কাজের ফলস্বরূপ ১৭ সাল থেকে অদ্যাবধি ফুলবাড়ী উপজেলা যুব মহিলা লীগের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছেন। তাছাড়া দীর্ঘদিন ধরে নিজ হাতে গড়া “খন্দকার পাড়া যুব উন্নয়ন সংস্থা” রেজি নংঃ (যুউঅ/কুড়ি-৫৬/২০২২) সংগঠনটি নারীর ক্ষমতায়ন, ঝরেপড়া শিশু, বৃদ্ধ ও স্বামী পরিত্যক্তা মহিলা, প্রতিবন্ধী, নিয়ে কাজ করে আসছেন। “পড়িলে বই আলোকিত হই” স্লোগান নিয়ে গড়ে তোলেন খন্দকার পাড়া নারী উন্নয়ন পাঠাগার (লাইব্রেরী-৫৫/) আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস-চেয়ারম্যান পদে এখন পর্যন্ত সম্ভাব্য বেশ ক”জন এর মধ্যে একমাত্র প্রার্থী হিসেবে প্রান্তিক পর্যায়ে সবার সাথে সাক্ষাৎ করছেন এবং সাধারণ ভোটারদের মাঝে আলোচনার শীর্ষে রয়েছেন তিনি।
একটি রাজনৈতিক সংগঠনের নারী নেত্রী হিসাবে সমাজে রয়েছে তার বিশেষ পরিচিতি। উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান পদপ্রার্থী পারুল খন্দকার জানান, আমি দীর্ঘ দিন থেকে এ উপজেলার সাধারণ মানুষের পাশে আছি। গত উপজেলা পরিষদ নির্বাচনে প্রর্থী ছিলাম অল্প ভোটে হেরে গিয়েছিলাম কিন্তুু থেমে থাকিনি সাধারন মানুষের সাথে মিশে ছিলাম তাই আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান হিসাবে আমাকে নির্বাচিত করবে সাধারণ মানুষ এটাই আমার বিশ্বাস। এখন যেমন সুখে দুঃখে সাধারণ মানুষের পাশে থাকি নির্বাচিত হতে পারলে উপজেলার সার্বিক উন্নয়ন ও মানুষের সেবা আরো ভালো ভাবে করতে পাবো।