today visitors: 5073432

দুই ইউনিয়নের দীর্ঘদিনের দাবি পূরণ হতে যাচ্ছে 

 

 

 

মোঃ মোরছালিন ইসলাম নীলফামারী জেলা প্রতিনিধি:

 

 

ধুলোবালি আর উঁচুনিচু রাস্তায় যানচলাচল অনুপযোগী। বর্ষা মৌসুম ছাড়াও একটু বৃষ্টি আসলেই পুরো রাস্তা কাঁদায় ও পানিতে পরিপূর্ণ। এতে করে শিক্ষার্থী, কৃষক, সাইকেল, মোটরসাইকেল ও অটোসহ সব ধারনের পরিবহনকে ভোগান্তিতে পড়তে হয়।

 

 

অবশেষে সব ভোগান্তির অবসান কাটিয়ে। এখন আলোর মুখ দেখতে যাচ্ছে চওড়া বড়গাছা ইউনিয়ন ও পলাশবাড়ী ইউনিয়নের মানুষেরা। উৎসাহ, উদ্দীপনার মধ্যে দিয়ে শুরু হয়ে গেছে পলাশবাড়ীর রেলঘন্টি তেঁতুলতলা হতে সরাসরি কিসামত ভূটিয়ান হয়ে ভাঙ্গামাল্লী বাজারে মাটি খননসহ, মাটি ফেলার কাজ। দূর হয়ে যাবে এই দুই এলাকার ভোগান্তি। এই রাস্তা পাকা হলে দুই এলাকার ব্যবসা বাণিজ্যর প্রসার হবে মনে করেছেন এই এলাকার মানুষরা। তারা মনে করেন এই রাস্তা ব্যবসায় অনেক গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে।

 

 

আমাদের এক সাক্ষাৎ এ এক কর্মী জানিয়েছেন। আমাদের কাজ চলছে কিন্তু ভাঙ্গামাল্লী বাজারে একটু মালিকানা জমি নিয়ে সমস্যা চলছে, তবে সেখানে আপাতত বন্ধ রয়েছে কাজ। তাছাড়া অন্য সব জায়গায় মাটি খনন শেষ এবং বালু সংগ্রহ, ফেলা ও খোয়া ফেলানো কাজ চলমান থাকবে।