today visitors: 5073432

গোলজার বাহার খানম স্কুলে হয়ে গেল পিঠা উৎসব।

 

রানা খান, শ্রীপুর, গাজীপুর প্রতিনিধিঃগাজীপুরের শ্রীপুরে এমএইচ গুলজার বাহার খানম (রহঃ) স্কুল অফ এক্সেলেন্স স্কুলে দিনব্যাপী হয়ে গেল পিঠা উৎসব।

৮ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে স্কুল প্রাঙ্গনে দিনব্যাপী এই উৎসবের উদ্বোধন করেন অত্র স্কুলের প্রিন্সিপাল জনাব আজহারুল ইসলাম। বিদ্যালয় প্রাঙ্গনে বিভিন্ন স্টলে দেখা মিলে গ্রাম বাংলার হারিয়ে যাওয়া বাহারি রকমের পিঠা।

গ্রামীণ ঐতিহ্যের এই আয়োজন দেখতে ভীড় করে শিশু-কিশোরসহ নানা বয়সের মানুষ। উৎসব যেন পরিনত হয় এক মিলন মেলায়। মুগ্ধ দর্শনার্থীদের পাশাপাশি ক্রেতারাও। ঘরোয়া পরিবেশে তৈরী করা পিঠা ভোজন রসিকদের মন জুড়িয়ে দেয়। আর এমন উৎসবে অংশ নিতে পেরে খুশি স্কুলের ছেলে মেয়ে এবং অভিভাবকরা।

আয়োজকরা জানান, এক সময়ে পৌষ-পার্বণ এলেই বাঙালির ঘরে ঘরে তৈরী হতো নানান রকমের পিঠা। কালের বিবর্তনে তা অনেকটাই হারিয়ে যেতে বসেছে। সেই ঐতিহ্যকে ধরে রাখতে এবার আয়োজন করা হয় পিঠা উৎসবের। ক্ষুদ্র হলেও আগামীতে পিঠা উৎসব আরো বৃহৎ আকারে করার পরিকল্পনা জানান আয়োজকরা।#