কবিতা:ওগো ১৪-ই ফেব্রুয়ারি

কবিতা:ওগো ১৪-ই ফেব্রুয়ারি

লেখক: শেখ শোভন আহমেদ

 

ওগো ১৪-ই ফেব্রুয়ারি

তুমি তো আজ তার কাছে শুভ রজনী

সে আজ সুখের কল্ললকৃত অগ্নি,

তার কাছে আজ প্রিয়,কলরব

তাইতো সে নতুনত্ব খুশি তারা সব,

তাইতো আমিহীন বসুধারায় তার কৈলাস

আর সুখেরা তার দাস

 

ওগো ১৪-ই ফেব্রুয়ারি

ভালোবাসার সে গল্প হলো সমাপ্তি

আবারো ফিরে এসো এই মিনতি।

ওগো ১৪-ই , মনে কি পরে না

তার কাছে ছিল কত বায়না

ছিল হৃদয় লেনাদেনা।

 

ওগো ১৪-ই ফেব্রুয়ারি

তোমার কাছে ছিল কি অপরাধ?

যাতে ভেঙে দিলে জোড়া মনের বাঁধ

তবে কেন এমন হলো

বল এ ১৪-ই ফেব্রুয়ারি বলো?

 

ওগো ১৪-ই ফেব্রুয়ারি

আমি ভালো নেই তবু মন হাসে

দেখে তার ভালোবাসার উল্লাসে

তাকে বলে দিও

আজও আছি দাঁড়িয়ে

লাল গোলাপটি হাতে নিয়ে।