today visitors: 5073432

যুব রেড ক্রিসেন্ট নীলফামারী  জেলা ইউনিটের কার্যকরি কমিটি গঠিত!

 

 

 

আব্দুর রশিদ

(ডোমার প্রতিনিধি)

 

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নীলফামারী  জেলা যুব রেড ক্রিসেন্ট ইউনিটের কার্যকরি কমিটি গঠিত হয়েছে।

 

আজ (০৭ জানুয়ারী) নীলফামারী জেলা পরিষদের চেয়ারম্যান ও রেড ক্রিসেন্ট সোসাইটি নীলফামারী ইউনিটের চেয়ারম্যান এ্যাডঃ মমতাজুল হক  এবং সেক্রেটারি হাসিনা আহামেদ ইউনিট লেভেল অফিসার মোঃ ফজলুল করিম এর সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে উক্ত কমিটির অনুমোদনকৃত নাম প্রকাশ করা হয়।

 

কমিটিতে ইফতেখার আহমেদ উদাস কে যুব প্রধান করে মোট ১৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।উক্ত কমিটিতে ইফতেখার আহমেদ উদাস যুব প্রধান, নিলুফা ইয়াসমিন কেয়া উপ-যুব প্রধান-১,সত্য রায় উপ-যুব প্রধান-২, মোঃ আব্দুল্লাহ আল মামুন সরকার  বিভাগীয় প্রধান (প্রশাসন সংগঠন ও সদস্য সংগ্রহ ), হাবিবা ইয়াসমিন কুইন বিভাগীয় উপ-প্রধান (প্রশাসন সংগঠন ও সদস্য সংগ্রহ),মোঃ জামিল ইসলাম  বিভাগীয় প্রধান (প্রশিক্ষণ ও সহশিক্ষা কার্যক্রম ),মিমি আক্তার বিভাগীয় উপ-প্রধান (প্রশিক্ষণ ও সহশিক্ষা কার্যক্রম),মোঃ সাজ্জাদ হোসেন বিভাগীয় প্রধান(আইসিটি মিডিয়া ও যোগাযোগ) ,মোঃ সারোয়ার হক প্লাবন বিভাগীয় উপ-প্রধান(আইসিটি মিডিয়া ও যোগাযোগ), জগন্নাথ রায় বিভাগীয় প্রধান (দুর্যোগ ও মানবিক সাড়া প্রদান),

বাদল রায় বিভাগীয়  উপ-প্রধান (দুর্যোগ ও মানবিক সাড়া প্রদান), রুক্তা পারভীন বিভাগীয় প্রধান (স্বাস্থ্যসেবা), মোঃ খায়রুল ইসলাম বিভাগীয় প্রধান (স্বাস্থ্যসেবা), বিক্রম রায় বিভাগীয় প্রধান (তহবিল সংগ্রহ),সম্পা আক্তার  বিভাগীয় উপ-প্রধান (তহবিল সংগ্রহ) উল্লেখীত কমিটির কার্যকাল ২০২৪ থেকে ২০২৬ মোট দুই বছর মেয়াদী কমিটি গঠন করা হয়েছে।

 

জানা যায়,৩১ মার্চ ১৯৭৩ সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর হাত ধরে বাংলাদেশে রেড ক্রিসেন্ট এর যাত্রা।বিশ্বের ১৮৮ টি দেশে একটি জাতীয় সোসাইটি রয়েছে যা জাতীয় আইএফআরসি ইন্টারন্যাশনাল ফেডারেশন রেডক্রস অফ রেড ক্রিসেন্ট সোসাইটি নামে পরিচিত। ১৯৭১ সালের ১৬ ই ডিসেম্বর বাংলাদেশের অভ্যুদ্বয়ের পর ১৯৭১ সালের ২০শে ডিসেম্বর ন্যাশনাল রেডক্রস সোসাইটি অব বাংলাদেশ নামে সরকারের নিকট স্বীকৃতির আবেদন করা হয়।

 

দেশের দুর্যোগ সমুহে দুঃস্থ মানুষের কল্যানে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির দায়িত্ব রয়েছে। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে নিজস্ব স্বাধীনতা বজায় রেখে আর্ন্তজাতিক রেড ক্রস রেড ক্রিসেন্ট আন্দোলনের মুলনীতি অনুযায়ী কার্যক্রম পরিচালনা করে থাকে। বাংলাদেশের ৬৪ টি জেলায় ও ৪ টি পুরোনো বিভাগীয় শহরে (সিটি কর্পারেশনে) রেড ক্রিসেন্ট ইউনিট রয়েছে।

 

নবনির্বাচি যুব প্রধান ইফতেখার আহমেদ উদাস বলেন,রেড ক্রিসেন্ট একটি মানবিক সংগঠন।৭টি মূলনীতিকে বুকে ধারণ করে আমাদের মানবিক কাজে এগিয়ে যেতে হবে। নীলফামারী জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সুনাম দীর্ঘদিনের করোনা মোকাবেলা দেশের সব চেয়ে বড় বিপর্যয়ে কাজ করে এসেছে নীলফামারী ইউনিট, এবং রোহিঙ্গাদের সেবা প্রদানের মধ্যদিয়ে  বাংলাদেশসহ বিশ্বের সুনাম অর্জন করেছে বাংলাদেশ রেড  ক্রিসেন্ট ।  সকল যুব সদস্যদের একতাবদ্ধভাবে ইউনিটের চেয়ারম্যানের নির্দেশনায় কাজ করে মানবিক  কার্যক্রম চালিয়ে নিতে নবনির্মিত সকল যুব সদস্যদের  প্রতি আহবান জানান।

 

নবনির্মিত যুব সদস্যরা বলেন, আমাদের উপর যে দায়িত্ব অর্পিত হয়েছে আমরা তা সঠিক ভাবে দায়িত্ব সহকারে পালন করবো এবং জেলাবাসি থেকে দোয়া চাই আমরা যেন সঠিক ভাবে যেকোন রকমে কার্যক্রম সম্পন্ন করতে পারি। এদিকে নীলফামারী  যুব রেড ক্রিসেন্ট ইউনিটের নবনির্বাচিত কমিটিকে ব্যক্তিগত ও সোস্যাল মিডিয়ায় অভিনন্দন জানিয়েছেন অনেকে।