বগুড়ার চন্ডিহারা বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত

 

 

মোঃরিপন ইসলাম বগুড়া ঃ

 

বগুড়ার শিবগঞ্জ উপজেলার চন্ডিহারা বালিকা উচ্চ বিদ্যালয় ও সরকারি প্রাথমিক বালিকা বিদ্যালয়ের উদ্যোগে বুধবার দুপুরে অত্র বিদ্যালয়ের হল রুমে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

 

অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও এডহক ম্যানেজিং কমিটির সদস্য সচিব মাহিনুর রহমান এর আমন্ত্রণে ও অত্র বিদ্যালয়ের এডহক ম্যানেজিং কমিটির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আইনুর ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রায়নগর ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি।

তিনি বলেন, আজকের মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ। শিক্ষার্থীদের বাদ দিয়ে স্মার্ট বাংলাদেশ গঠন করা সম্ভব না।আজকের শিক্ষার্থীরাই আগামী বাংলাদেশের বিনির্মাতা। সে লক্ষকে সামনে রাখে মেধাবী শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেয়া হয়েছে শিক্ষা উপকরণ। তিনি বিদায়ী শিক্ষার্থীদের সফলতা কামনা করেন এবং বিদ্যালয়ের মান উন্নয়নে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন রায়নগর ইউপির ৬ নং ওয়ার্ড সদস্য জহুরুল ইসলাম,সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিনা আকতার। উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী শিক্ষক আব্দুর রাজ্জাক, হাবিবা খাতুন,তামান্না ফেরদৌসী,নূর আলম,মফিদুল ইসলাম, কামরুছ ছায়াদাৎ, আনিছুর রহমান, নূরন্নবী,মাহমুদা আক্তার,শামীম ইকবাল, আইরিন নাহার, গোলাম রাব্বী,অভিভাবক সদস্য শ্রীমতি রানী, সমাজ সেবক আলহাজ্ব মিজানুর রহমান ঠান্ডা,রেজাউল করিম,প্রবীন শিক্ষক সাহাব উদ্দিন,লাহিড়ীপাড়া ইউপির ২নং ওয়ার্ড মেম্বার মাফুজার রহমান,বিশিষ্ট ব্যবসায়ী আশিকুর রহমান আপেল,আশরাফুল ইসলাম,মোস্তাফিজার রহমান ডাবলু,আব্দুল হান্নান,আব্দুল আউয়াল,মাষ্টার মোরশেদ আলম,শহিদ,আলমগীর হোসেন,হারুন অর রশিদ, তুহিন,রোমান,সোহেল রানা সহ অভিভাবক সদস্যবৃন্দ।