today visitors: 5073432

ভোলায় প্রাইমারী স্কুলে চলছে একজন শিক্ষক দিয়ে!

 

ভোলা প্রতিনিধি।

ভোলার দৌলতখানে সৈয়দপুর ৯ নং ওয়ার্ডে অবস্থিত ৬৮ নং দক্ষিণ চরশুভী সরকারি প্রাথমিক বিদ্যালয়।বিদ্যালয়টি ছয় মাস ধরে একজন শিক্ষক দ্বারা ক্লাস থেকে শুরু করে সব ধরনের কাজ চলছে। এবং ২০২২ সালের এপ্রিল মাসের ২ তারিখে প্রধান শিক্ষক অবসরে যাওয়ার পরে এখন পর্যন্ত প্রধান শিক্ষক নিয়োগ দেয়া হয়নি।জানা যায়, ওই বিদ্যালয়টিতে ১৮০ জন ছাত্র-ছাত্রী আছে।তাদের দেখাশুনা একজন শিক্ষকই করছে। সহকারী শিক্ষক মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, গত ২০২৩ সালের এপ্রিল মাসের ২ তারিখে প্রধান শিক্ষক মোঃ আবু তাহের অবসরে যাওয়ার পরে আমি নিজে একা বিদ্যায়ালয়ের সকল ধরনের দায়িত্ব পালন আসছি। বিদ্যালয়টিতে এখনো কোনো শিক্ষক নিয়োগ দেওয়া হয়নি এবং ছয় জন শিক্ষকের মধ্যে একজন শিক্ষকের অনেক কষ্ট হয়ে যাচ্ছে। সহকারী শিক্ষক মোঃ জসিম উদ্দিনকে শিক্ষক শূন্য হওয়ার কারণ জিজ্ঞেস করলে তিনি বলেন, আমাদের এই বিদ্যায়ালয়ে সব শিক্ষকই ছিল, কিছু শিক্ষক বদলি হয়ে অন্য জায়গায় চলে যায় তারপর থেকে আমাদের বিদ্যালয়ে শিক্ষক শূন্য হয়ে গেছে। আমি প্রাথমিক শিক্ষা অফিসার কে চিঠি দিয়ে অন্য বিদ্যালয় থেকে দুইজন শিক্ষক এনেছি তাও আবার অস্থায়ীভাবে। হয়ত দুই/এক মাস পরে আবার চলে যাবে।এবং দৌলতখান উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বলেছেন পরবর্তীতে এই বিদ্যায়ালয়ে শিক্ষক নিয়োগ দেওয়া হবে। এ ব্যাপারে দৌলতখান উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব মোঃ তৌহিদুল ইসলাম বলেন, এটিইউ মহোদ্বয়েকে জানানো হয়েছে আমরা পরবর্তীতে বিদ্যালয়টিতে প্রধান শিক্ষক এবং সহকারি শিক্ষক নিয়োগ দিবো।