বিনোদন ডেস্ক :
ভালোবেসে ২০১৭ সালের ১১ ডিসেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আনুশকা শর্মা ও ক্রিকেটার বিরাট কোহলি। বিয়ের চার বছরের মাথায় ২০২১ সালে তাদের কোলজুড়ে আসে প্রথম কন্যাসন্তান ভামিকা। তবে মেয়েকে এখনও সেভাবে প্রকাশ্যে আনেননি এ দম্পতি।
তবে কয়েক মাস ধরে গুঞ্জন উঠেছে দ্বিতীয় সন্তাদের মা-বাবা হতে যাচ্ছেন এ তারকা দম্পতি। যদিও গুঞ্জনে কান দেননি তারা।
শনিবার (৩ ফেব্রুয়ারি) দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার এবি ডি ভিলিয়ার্স নিশ্চিত করলেন সত্যি মা হতে যাচ্ছেন আনুশকা শর্মা। একটি ইউটিউব চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে এ তথ্য জানান তিনি।
এবি ডি ভিলিয়ার্স বলেন,
তার (বিরাট) দ্বিতীয় সন্তান আসছে। সে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছে। এটি তার কাছে খুবই গুরুত্বপূর্ণ। আমার মনে হয়, অধিকাংশ মানুষের প্রথম অগ্রাধিকার তার পরিবার।
তবে এ বিষয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষণা দেননি বিরাট কিংবা আনুশকা শর্মা।
আনুশকার দ্বিতীয় গর্ভাবস্থা নিয়ে জল্পনা শুরু হয়েছিল ২০২৩ সালের নভেম্বরে। বিশেষত নেদারল্যান্ডসের বিরুদ্ধে টিম ইন্ডিয়ার বিশ্বকাপ ম্যাচের আগে বেঙ্গালুরুতে দীপাবলি ব্যাশে তার উপস্থিতি চিহ্নিত করার পরে।
ঈগল চোখের ভক্তরা আনুশকার বেবি বাম্প দেখেছেন। এই দম্পতি দ্বিতীয় গর্ভাবস্থা সম্পর্কে কোনো মন্তব্য করেননি। তবে এবিডি খবরটি নিশ্চিত করার সঙ্গে সঙ্গে তারকা দম্পতিকে শুভেচ্ছায় ভাসাচ্ছেন অনুরাগীরা।
দীর্ঘদিন চুটিয়ে প্রেম করেন বিরাট-আনুশকা। কিন্তু মিয়া-বিবি কেউ-ই মুখ খুলছিলেন না। সর্বশেষ ২০১৭ সালের ডিসেম্বরে বিয়ে করেন এই যুগল।
২০২০ সালের আগস্টে আনুশকার প্রথম সন্তানের মা হতে যাওয়ার খবর জানা যায়। এরপর বিভিন্ন সময় সামাজিক যোগাযোগমাধ্যমে তার বেবি বাম্পের ছবি পোস্ট করেন এই অভিনেত্রী। ২০২১ সালের ১১ জানুয়ারি কন্যাসন্তানের মা হন আনুশকা।
ডি ভিলিয়ার্স যোগ করেছেন যে, বিরাট কোহলি ভালো আছেন এবং কোনো চোট পাননি। তিনি শুধু পরিবারের সঙ্গে কিছুটা সময় কাটাচ্ছেন, যে কারণে প্রথম দুই টেস্ট ম্যাচ মিস করছেন তিনি, যোগ করেন তিনি।
এদিকে কোহলি ব্যক্তিগত কারণে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুটি টেস্ট থেকে সরে এসেছেন, ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) আগেই ঘোষণা করেছিল।
বিসিসিআই মিডিয়া এবং ভক্তদের এই সময়ে কোহলির গোপনীয়তাকে সম্মান করার এবং তার ব্যক্তিগত কারণের প্রকৃতি সম্পর্কে অনুমান করা থেকে বিরত থাকার অনুরোধ করেছে।
কোহলি ছাড়া, ভারত হায়দরাবাদে প্রথম টেস্ট ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে ২৮ রানের পরাজয় স্বীকার করে। গত মাসে আফগানিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের সময় বিরাট শেষ অ্যাকশনে ছিলেন, যেখানে তিনি খেলা দুটি ম্যাচে কুইকফায়ার ২৯ এবং গোল্ডেন ডাক করেছিলেন।